Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

তিব্বতে কালো-গলা সারসের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ৮:৩১ পিএম

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। দক্ষিণ পশ্চিম চীনের তিব্বতের রাজধানী লাসার লুনচুব কাউন্টিতে কালো-গলা সারসের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলে সম্প্রতি জানিয়েছে পরিবেশ ও ইকোলজি সংক্রান্ত স্থানীয় বিভাগ।

ব্ল্যাক নেকড ক্রেনস বা কালো গলা সারস মূলত মালভূমি, মাঠ, উপত্যাকা, জলাভূমি এবং লেকের পাশের জলজ বনাঞ্চলে বাস করে। চীনের প্রথমশ্রেণীর সুরক্ষায় আছে এই প্রজাতির পাখি। এরা সাধারণত আড়াই হাজার থেকে পাঁচ হাজার মিটার উচুঁতে বাস করে। লুনচুব কাউন্টি হলো কালো গলা সারস পাখির অন্যতম প্রধান বাসভূমি।

তিব্বত মালভূমি জীববিজ্ঞান ইন্সটিটিউটের ডেপুটি ডিরেক্টর ইয়াং লা একজন গবেষক। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ২০০৪ সাল থেকে তিনি জীববৈচিত্র্য রক্ষায় গবেষণার কাজ করছেন। ইয়াং বলেন এই পাখিগুলো তার সন্তানের মতো। তিব্বতের চার লাখ ১২ হাজার ২শ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠেছে ৪৭টি প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল।

জীববৈচিত্র্য রক্ষায় চীন সরকারের গত কয়েক বছরের প্রচেষ্টায় এসব প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলে বন্য প্রাণীর সংখ্যা বাড়ছে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ