মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছাত্রীদের উপর গ্যাস হামলা, বিষ খাওয়ানোর মত গুরুতর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। নারীশিক্ষা রুখতেই এমন কাণ্ড ঘটাচ্ছে সেদেশের প্রশাসন, এমনটাই অভিযোগ। কিন্তু এই ঘটনার জন্য শত্রুরাষ্ট্রের উপর দায় চাপালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রসঙ্গত, গত নভেম্বর থেকে প্রায় ৩০টি স্কুলে ছাত্রীদের উপর বিষক্রিয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, কয়েকটি ধর্মীয় গোষ্ঠী ইচ্ছাকৃত ভাবে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিতে চাইছে। সেই জন্যই নানা ভাবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভয় দেখান হচ্ছে। বাধ্য হয়ে তারা সন্তানদের স্কুল থেকে সরিয়ে নিচ্ছেন। ফলে ব্যাহত হচ্ছে নারীশিক্ষা। যদিও কী কারণে এইভাবে বিষক্রিয়া হচ্ছে, সেই উত্তর এখনও ইরান প্রশাসনের জানা নেই।
এমন পরিস্থিতিতে প্রথমবার মুখ খোলেন ইরানের প্রেসিডেন্ট। একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে রাইসি বলেন, ‘দেশে বিশৃঙ্খলা ছড়াতে বিশেষ পরিকল্পনা নিয়েছে ইরানের শত্রু রাষ্ট্রগুলি। আমাদের শিক্ষার্থী ও অভিভাবকদের মনে সংশয় তৈরি করতে চাইছে তারা।’ যদিও এই শত্রু রাষ্ট্র বলতে কাদের বোঝাতে চাইছেন, সেই প্রশ্নের জবাব দেননি রাইসি।
যদিও এই প্রথমবার নয়, হিজাব বিরোধী বিক্ষোভের জন্যও বিদেশী শক্তিকে দায়ী করেছিলেন রাইসি। প্রধানত ইসরাইল ও আমেরিকার মতো রাষ্ট্রগুলোই থাকে রাইসির নিশানায়। অন্যদিকে, ছাত্রীদের উপর এই হামলার যথাযথ তদন্ত দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। তবে সরকারি তদন্ত আদৌ নিরপেক্ষ ভাবে হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।