Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক সঙ্কট : তিউনিসিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় অর্থনৈতিক অবস্থার অবনতির বিরুদ্ধে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এটিকে প্রেসিডেন্ট কাইস সাইদের বিরুদ্ধে এখনো পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবাদ বলে মনে করা হচ্ছে। ২০২১ সালে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ সংসদ ভেঙে দেন এবং নির্বাহী কর্তৃত্ব গ্রহণ করেন। এর পর থেকে দেশটির অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে ওঠে। এমন গভীর রাজনৈতিক সঙ্কটের মধ্যে দেশটির শক্তিশালী ট্রেড ইউনিয়ন ইউজিটিটি এই গণবিক্ষোভের ডাক দেয়। এদিন হাজার হাজার বিক্ষোভকারী দিয়ে মধ্য তিউনিসের প্রধান রাস্তা হাবিব বোরগুইবা এভিনিউ পূর্ণ হয়ে যায়। সেখানে ‘এক ব্যক্তির শাসন নয়’ লেখা ব্যানার দেখা যায়। এ ছাড়াও ‘স্বাধীনতা! পুলিশের রাষ্ট্র বন্ধ করুন’ সেøাগান শোনা গেছে। ইউজিটিটি মহাসচিব নুরউদ্দিন তাবুবি বিক্ষোভকারীদের বলেছেন, ‘ইউজিটিটি তিউনিসিয়ার স্বাধীনতার ওপর কোনো বিধিনিষেধ মেনে নেবে না।’ তিনি আরো বলেন, ‘আমরা স্বাধীনতা ও অধিকার রক্ষা করতে থাকব, যা-ই হোক না কেন। আমরা কারাগার বা গ্রেপ্তারকে ভয় করি না।’ এদিকে শুক্রবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ তাকে হত্যার ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। নুরউদ্দিন বলেছেন, ইউজিটিটি যেকোনো সহিংসতার নিন্দা করবে এবং তিউনিসিয়ার প্রেসিডেন্টকে হত্যার কোনো চক্রান্ত হলে সামনের সারিতে থাকবে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবর্তন চান বলেও জানান। এ ছাড়াও ট্রেড ইউনিয়ন ‘হিংসা ও সন্ত্রাসবাদের পক্ষে নয়’ বলে ইউজিটিটি প্রধান জোর দিয়েছেন। নুরউদ্দিনের বক্তব্যের বিষয়ে তিউনিসিয়ার কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।যদিও তিউনিসিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, তার পদক্ষেপগুলো দেশকে ‘বাঁচানোর’ উদ্দেশ্যে ছিল। তবে সমালোচকরা তাকে অভ্যুত্থানের জন্য অভিযুক্ত করেছে। কাইস সাইদ সেই অভিযোগ অস্বীকার করেছেন। আনাদোলু, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ