মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সঙ্গে পারমাণবিক সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তেহরান সফর করেছেন বৈশ্বিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার সন্ধ্যায় অবতরণ করেন আইএইএ প্রধান। গ্রসির সফরটি এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইরানকে নিন্দা জানানোর জন্য আরেকটি রেজোলিউশন পাস করে চেষ্টায় আছে। খবরে বলা হয়, ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামির সঙ্গে দেখা করেছেন গ্রসি। শনিবারও দু’জন আলোচনা অব্যাহত রাখেন। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন। পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারে ইরান এবং বেশ কয়েকটি পশ্চিমা দেশের মধ্যে আলোচনা সহায়ক হতে পারে। বলা হচ্ছে, আইএইএ প্রধানের সফরে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি আলোর মুখ দেখতে পারে। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ২০১৮ সালে এটি থেকে সরে দাঁড়িয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাতের আগে গ্রসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানের সঙ্গে দেখা করেন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।