Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে গভর্নরসহ ৬ জনকে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

ফিলিপাইনের সেন্ট্রাল ভিসায়াস অঞ্চলের একজন গভর্নরসহ ছয়জনকে শনিবার সকালে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলি করে হত্যা করেছে। নিহত গভর্নরের স্ত্রী এবং স্থানীয় সংবাদপত্র এ খবর জানিয়েছে। জানা যায়, সামরিক বাহিনীর পোশাক পরিহিতি এবং যুদ্ধের সরঞ্জামে সজ্জিত একদল অজ্ঞাতপরিচয় হামলাকারী দুটি এসইউভি গাড়িতে চড়ে নিগ্রোস ওরিয়েন্টাল গভর্নর রোয়েল দেগামো এবং তার বিভাগের প্রধানদের পামপ্লোনা শহরের বাসভবনের সামনে গুলি করে। এরপর ৫৬ বছর বয়সী গভর্নর এবং অন্য আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলায় গভর্নর ছাড়াও আরো পাঁচজন মারা যান। পামপ্লোনার মেয়র জেনিস দেগামো এক ফেসবুক পোস্টে বলেছেন, তার স্বামীকে সকাল ১১টা ৪১ মিনিটে মৃত ঘোষণা করা হয়েছে। ‘গভর্নর এ ধরনের মৃত্যুর যোগ্য নন’। ফিলিপাইন স্টার পত্রিকা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তার বাসভবনের প্রবেশপথে সামরিক পোশাক পরা এবং যুদ্ধের সরঞ্জামে সজ্জিত একদল লোক গভর্নরকে কয়েকবার গুলি করেছে। এতে কিছু বেসামরিক লোক আহত হয়েছে। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ