মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ান ইস্যুতে চীন ও পশ্চিমাদের মধ্যে বরাবরই বিরাজ করছে উত্তাপ। গত বছর পূর্ব এশিয়ার এই দ্বীপ ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ ক্ষমতাধর রাজনীতিকের সফর এবং এর জেরে ভূখণ্ডটির চারপাশে চীনের জোরালো সামরিক মহড়ায় উত্তেজনার পারদ বেড়ে যায় আরও। এতে করে তাইওয়ানের প্রতি চীনের সামরিক পদক্ষেপের আশঙ্কাও বেড়ে যায়। তবে তাইওয়ানের সঙ্গে ‘শান্তিপূর্ণ পুনর্মিলনে’ আগ্রহী চীনের প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই পুনর্মিলন প্রক্রিয়াকে সরকারের এগিয়ে নেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং রোববার বলেছেন, সরকারের উচিত তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং চীনের সঙ্গে ভূখণ্ডটির ‘শান্তিপূর্ণ পুনর্মিলন’ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। এর পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। রয়টার্স বলছে, গণতান্ত্রিক ভাবে পরিচালিত তাইওয়ানকে নিজস্ব এলাকা বলে দাবি করে থাকে চীন। এশিয়ার পরাশক্তি এই দেশটি গত তিন বছরে দ্বীপ ভূখণ্ডটির কাছে তার সামরিক কার্যকলাপ বাড়িয়েছে। গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের তৎকালীন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপেই সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে ব্যাপক সাসরিক মহড়া পরিচালনা করে চীন। রোববার চীনের পার্লামেন্টের বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি বলেন, বেইজিং ‘এক চীন’ নীতির পক্ষেই রয়েছে। বেইজিংয়ের বিশাল গ্রেট হল অব দ্য পিপল-এ প্রায় ৩ হাজার প্রতিনিধিকে তিনি বলেন, ‘তাইওয়ান প্রশ্ন সমাধানের জন্য সরকারের উচিত আমাদের পার্টির নীতি বাস্তবায়ন করা’ এবং ‘তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা এবং পুনঃএকত্রীকরণের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা’। তিনি আরও বলেন, ‘আমাদের উচিত আন্তঃপ্রণালী সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এবং চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।