Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

১০ লক্ষাধিক
ইনকিলাব ডেস্ক : শীতকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণে তীব্র ঝড় স্বাভাবিক ঘটনা। মেক্সিকো উপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাসের সাথে সংঘর্ষ হয় উত্তরের ঠাণ্ডা বাতাসের। দক্ষিণ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অংশে ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতে সাতজন নিহতের ঘটনা ঘটেছে। এই বৈরি আবহাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১০ লাখের বেশি মানুষ। দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, শক্তিশালী ঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এতে মিশিগান পূর্ব থেকে নিউ ইয়র্ক রাজ্য পর্যন্ত বয়ে যেতে পারে ভারী তুষারপাত। অনেক এলাকায় অব্যাহত রয়েছে ভারি বৃষ্টি। ফলে বিপর্যস্ত জনজীবন। রয়টার্স।


খালি নেই
ইনকিলাব ডেস্ক : জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শিশুমৃত্যু বেড়ে চলেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এক হাসপাতালেও চার শিশু মারা গেছে। তাদের সবার বয়সই চার বছরের কম। অ্যাডেনোসহ নানা ভাইরাসের আক্রমণে পশ্চিমবঙ্গের প্রায় সব হাসপাতালের শিশুরোগ বিভাগের শয্যা ভর্তি। বহির্বিভাগেও প্রতিদিন বহু রোগীর ভিড়। কলকাতার হাসপাতালের ওপর থেকে চাপ কমাতে এবং জেলা স্তরেই রোগীদের চিকিৎসা দিতে এখন টেলিমেডিসিনের ওপরে জোর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি গরম বাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাসের দাপট কমবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। এবিপি।

 

চুরির দায়ে
ইনকিলাব ডেস্ক : ব্যাঙ্ক থেকে ১৬ কোটি টাকা চুরির দায়ে হাজতে গিয়েছিলেন ম্যানেজার। কিন্তু আদালতে হাজিরার দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। জানা যায়, দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকায় ফুলঝোরে দুর্গাপুর উপ-সংশোধনাগারে বিচারাধীন বন্দি ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মণ্ডল। শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্ধমানের অনাময় হাসপাতালে মৃত্যু হয় তার। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এদিনই দুর্গাপুর আদালতে তার হাজিরার দিন ছিল। সংবাদ প্রতিদিন।

 

শিশুসহ মৃত্যু ৫
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুনে পুড়ে দুই শিশুসহ পাঁচজন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে রক ল্যান্ড কাউন্টির কর্মকর্তা ক্রিসথোপার কিয়ার বলেন, ভোর ৪টার দিকে লেক স্ট্রিটের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে বলে, ৯১১ নম্বরে একাধিক কল আসে। খবর পাওয়া মাত্রই আগুনে পুড়ে যাওয়া বাড়িটিতে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। ভবনটিতে অনেকে আটকা পড়ে। সিবিএস নিউজ।

 

অস্ত্র উদ্ধার
ইনকিলাব ডেস্ক : ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ছবি চুরি করে আলোচিত হয়েছিলেন ইতালি রনে পলসের কুখ্যাত মাফিয়াবস রাফায়েল ইমপেরিয়াল। এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। তার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে ইতালি পুলিশ। নেপলস প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানায়, ইমপেরিয়ালের বাড়ির গ্যারেজ থেকে ৮০টিরও বেশি অস্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে তিনটি কালাশনিকভ রাইফেল, একটি গ্রেনেড এবং প্রায় ৫ হাজার ৬৭টি গোলাবারুদ। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ