বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী ‘এম ভি হাইডং-৯ জাহাজ। আজ রোববার দুপুর ১২ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। জাহাজে সেতুর ১৫৫৬ মেট্রিকটন স্টীল স্ট্রাকচার আনা হয়েছে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টীমশিপের ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। তাদের কোম্পানির এটি নবম চালান। জাহাজ নোঙরের পরপরই খালাসের কাজ শুরু হয়েছে। দ্রুত এগুলো নৌ পথে সিরাজগঞ্জে প্রকল্প স্থানে পাঠানো হবে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি এই রেলসেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে মোংলায় আসে পানামা পতাকাবাহী এম ভি জুপিটার জাহাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।