মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চুরি করে গা ঢাকা দেওয়ার প্রবণতা চোরদের কাছে নিত্যনৈমত্তিক ঘটনা। মানববসতি, ব্যাংক বা বিভিন্ন জ্বালারি স্টেশনে চুরি-ডাকাতির খবর অহরহই শোনা যায়। লাখ লাখ টাকা, স্বর্ণ বা মূল্যবান জিনিস চুরি করে কিছুদিনের জন্য প্রায়ই আত্মগোপনে চলে যায় দুষ্কৃতকারীরা। তবে চুরির অর্থের পরিমাণ যদি হয় মাত্র ২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই হাজার টাকারও কিছু কম, তাহলে মোটামুটি অবস্থা সম্পন্ন কোনও মানুষ খুব একটা বিচলিত হবেন না। তবে এই অর্থ চুরি করে কেউ যদি ১৪ বছরের জন্য গুহাবাসে চলে যায়, নিঃসন্দেহে অনেকে অবাক হবেন। এরকমই অদ্ভূত এক ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে। ২০০৯ সালে একটি গ্যাস স্টেশন থেকে মাত্র ১৫৬ ইউয়ান বা প্রায় ২৩ ডলার চুরি করে পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দেয় প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ের একটি গুহায়। কয়েক দিন বা মাস নয়, এমনকি অল্প কয়েক বছরের জন্যও নয়, একদম ১৪ বছরের জন্য গুহাবাসে থাকে সে। চীনের হুবেই প্রদেশের এক গ্রামের বাসিন্দা ছিলেন ৩৫ বছর বয়সী লিউ মৌফু। শ্যালক ও আরেক সঙ্গী নিয়ে ২০০৯ সালে একটি গ্যাস স্টেশনে চুরি করে লিউ। চুরি করে পায় মাত্র ১৫৬ ইউয়ান, যার ৬০ ইউয়ানই খরচ হয় পালানোর পরে খাওয়া-দাওয়াতে। বাকি অর্থ ভাগাভাগির পর একেকজনের কাছে থাক মাত্র ৩২ ইউয়ান বা সাড়ে চারশ’ টাকা। পালানোর পরে তিনজন তিন জায়গায় আত্মগোপন করে। শিগগিরই লিউয়ের দুই সঙ্গীকে ধরে হাজতে নিয়ে যায় পুলিশ। উপায় না দেখে প্রত্যন্ত অঞ্চলের এক পাহাড়ের গুহায় আত্মগোপন করে সে। হাজতবাস থেকে বাঁচতে এরপর নিজের বানানো হাজতেই ১৪ বছর কাটায় সে! এই ১৪ বছরে শুধু খাবার যোগাতে গুহা থেকে বের হতো সে। মাঝে মাঝে নিজ বাসায় ঢুকেও মাংস, আলুসহ বিভিন্ন খাবার চুরি করে কয়েক মিনিটের জন্য ঘুমন্ত বাবা-মাকে দেখেই আবার গুহায় ফিরত। এই কারণে ছেলের বিয়ে, এমনকি বাবার অন্ত্যেষ্টিক্রিয়াতেও যেতে পারেনি সে। অবশেষে ৫০ বছর বয়সে এসে একাকীত্ব আর সহ্য না করতে পেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ওডিটি সেন্ট্রাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।