Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোট নয়, লোকসভা নির্বাচনে একা লড়বে তৃণমূল : মমতা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

আগামী ২০২৪ সালেই লোকসভা নির্বাচন ভারতে, হাতে সময় আছে মাত্র ১৫ মাস; কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেনÑ সিপিএম-কংগ্রেস জোট নয়, লোকসভা নির্বাচনে একাই লড়বে তার দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘তৃণমূল আর মানুষের জোট হবে। আমরা ওদের (সিপিএম এবং কংগ্রেস) কারও সঙ্গে যাব না। একা লড়ব মানুষের সমর্থন নিয়ে।’ রাজ্য বিধানসভার সাগরদিঘী আসনে দলের পরাজয়ের পর এই ঘোষণা দিলেন তৃণমূল সভানেত্রী। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটির উপনির্বাচনের বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সিপিএম-কংগ্রেস জোটের প্রার্থী বায়রন বিশ্বাস। এই আসনটি একসময় তৃণমূলের ছিল। তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সুব্রত সাহা ছিলেন এই আসনের বিধায়ক। রাজ্যসরকারের একজন মন্ত্রীও ছিলেন তিনি। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে এবার সেই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সুব্রত সাহা ৯৫ হাজার ১৮৯টি ভোট পেয়েছিলেন, আর তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী শেখ মো. হাসানুজ্জামান পেয়েছিলেন ৩৬ হাজার ৩৪৪টি ভোট। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ