Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে ট্রেনে সুইস নারীকে শ্লীলতাহানি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

সুইজারল্যান্ডের এক নারী পর্যটককে ভারতের তেজস এক্সপ্রেসে ট্রেনের ভেতরে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক কনস্টেবলের বিরুদ্ধে। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ট্রেনটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই নারী রেল পুলিশের কাছে জিতেন্দ্র সিং নামে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক কনস্টেবলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। ওই নারীর অভিযোগ, তিনি তার প্রেমিকের সঙ্গে আগরতলা যাচ্ছিলেন। ট্রেন যখন কানপুরে তখন কনস্টেবলটির সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই নারীর প্রেমিককে মারধরের অভিযোগও রয়েছে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগকারী জানিয়েছেন, তার দিকে অশ্লীল ভাবে তাকাচ্ছিলেন অভিযুক্ত কনস্টেবল। এরপর তার সঙ্গে অশালীন ভাষায় কথাও বলতে থাকেন তিনি। এক পর্যায়ে তাকে চুমু খাওয়ার চেষ্টাও করেন বলে অভিযোগ সুইস নারীর। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্রকে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পরে ট্রেনের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ