মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম তীরে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের সশস্ত্র বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের আজ্জুন শহরের মেয়র আহমদ এনায়া দাবি করেন, শহরের মধ্য দিয়ে ইসরাইলি সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় পাথর ছুড়ে মারে ছেলেটি। এরপর তার দিকে গুলি চালায় ইসরাইলি বাহিনী। তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মোহাম্মদ নিদাল সেলিমকে সামনে থেকে নয়, তার পিঠে গুলি করা হয়েছে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে এমন সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। এক বছর ধরে প্রায় প্রতিদিনই তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কয়েক শ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সশস্ত্র বাহিনী। গত রবিবার দুই ইসরাইলিকে হত্যার অভিযোগে পশ্চিম তীরে বসবাসকারী ইসরাইলিরা হুয়ারা শহরে হামলা চালায়। এ সময় সেখানকার অনেক গ্রামে আগুন লাগানো হয়, ভাঙচুর করা হয় বাড়িঘর। ইসরাইলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, হুয়ারাকে নিশ্চিহ্ন করা উচিত। তার এমন মন্ত্যব্যে নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। গত সোমবার বন্দুকধারীরা ইসরাইলি-আমেরিকান মোটরচালককে হত্যা করে এবং গত বুধবার আকাবাত জাবের শরণার্থীশিবিরে সন্দেহভাজনদের সন্ধানে তল্লাশি করতে এসে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।