Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিক্ষোভ আরো সহিংস রূপ নিয়েছে গ্রিসে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

গ্রিসে রেল দুর্ঘটনার জেরে চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। শুক্রবার এথেন্সের রাজপথে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ কয়েক হাজার জনতা। এতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর বিভিন্ন সড়ক। এ সময়, দেশটির পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদে জড়ো হন বিক্ষোভকারীরা। দিতে থাকেন সেøাগান। পুলিশ বাধা দিতে আসলে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রনক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। আশপাশের বেশ কিছু দোকান ভাঙচুর করে। রাস্তায় আগুন চালিয়ে অবরোধ করে সড়ক। রাজধানী এথেন্স ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে বিক্ষোভে নামে মানুষ। রেলপথ উন্নয়নে সরকারের যথাযথ পদক্ষেপ এবং বিনিয়োগ নেই বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ক্ষোভ রেল কোম্পানিগুলোর বিরুদ্ধেও। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে সাড়ে তিনশ যাত্রীসহ একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মালবাহী এক ট্রেনের। এতে নিহত হন অন্তত ৫৭ জন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ