Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আতঙ্কের স্মৃতি মুছে ফেলার উপায়

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অতীতের যে ঘটনায় দারুণ ভয় পেয়ে গিয়েছিল কেউ, সেই আতঙ্কের স্মৃতি আর তাকে বয়ে বেড়াতে হবে না আজীবন। রোজ রাতে কারণে-অকারণে সেই স্মৃতি আর ফিরে ফিরে এসে রাতের ঘুম কেড়ে নিতে পারবে না। গায়ের লোম খাড়া করে দেওয়া আতঙ্ককে এবার বাকি জীবনে আর বয়ে বেড়াতে হবে না। গা ছমছমে ভয়ের স্মৃতিকে এবার ‘গুডবাই’ জানানো যাবে, চিরতরেই। এই পদ্ধতি আবিষ্কার করেছেন এক ভারতীয় বিজ্ঞানী। নিউরো-সায়েন্টিস্ট সুমন্ত্র চট্টোপাধ্যায় কলকাতার সন্তান সুমন্ত্র বেঙ্গালুরুর ‘দ্য ইনস্টিটিউট ফর স্টেম সেল বায়োলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিনে’র ‘সেন্টার ফর ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার’-এর অধিকর্তা। ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস’-এরও বিশিষ্ট অধ্যাপক। তার গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ফিজিওলজিক্যাল রিপোর্টস’-এ। গবেষণাপত্রটির শিরোনাম, ‘দ্য ডিলেইড স্ট্রেংদেনিং অব সিন্যাপটিক কানেক্টিভিটি ইন দ্য এমিগডালা ডিপেন্ডস অন এনএমডিএ রিসেপ্টর অ্যাক্টিভেশন ডিওরিং অ্যাকিউট  স্ট্রেস’। আতঙ্কের স্মৃতি যাতে আর আজীবন বয়ে বেড়াতে না হয় আমাদের, তারও পথ খুঁজে বের করেছেন তিনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ