মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন ডলারের মূল্য গত কয়েক সপ্তাহ চাঙ্গা থাকার পর আবার শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। এ তথ্য দিয়েছে ব্লুমবার্গ ডলার সূচক। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর ডলারের এ মূল্য বিপর্যয় ঘটে। গত কয়েক সপ্তাহ তেজি বাজারের কারণে ডলার যে লাভ কামিয়েছিল মূল্যপতনের মধ্য দিয়ে তা নস্যাৎ হয়ে গেছে। এ ছাড়া, মার্কিন স্টক মার্কেটেও দরপতনের হাওয়া বইছে। তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে মার্কিন শেয়ার বাজারের দর। এ দিকে চলতি মাসের ১৩ তারিখের পর এই প্রথম মার্কিন ট্রেজারি বন্ডের দামও পড়ে গেছে। ডিসেম্বরের শরুর দিকে বাজারে ডলারের কয়েক দফা দাম রেড়েছিল ফলে মার্কিন শেয়ার বাজারের দরও বেড়েছিল রেকর্ড পরিমাণ। এদিকে, চীনের মুদ্রা ইউয়ান এবং ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর মূল্যও কমেছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।