নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসরের গুঞ্জন উড়িয়ে সাকিবের সঙ্গে একই দলে খেলতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবারের ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার জন্য মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। তার পাশাপাশি আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও খেলবেন মোহামেডানের হয়ে।
শনিবার (৪ মার্চ) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে চুক্তি করেন আশরাফুল। আগের মৌসুমে তিনি খেলেছিলেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। দলবদল শেষে আশরাফুল জানান, এটাই হতে যাচ্ছে ডিপিএলে তার শেষ মৌসুম। এরপর জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে খেলে অবসরে যাবেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরেও মোহামেডানের হয়ে খেলেছিলেন সাকিব। এবারও মোহামেডানের হয়েই খেলার কথা। কিন্তু মাঝে গুঞ্জন উঠেছিল, সাকিবকে দেখা যাবে আবাহনীর জার্সিতে। যদিও পরে মোহামেডান কর্তৃপক্ষ গুঞ্জন উড়িয়ে দেয়।
উল্লেখ্য’ এ মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, ১৫ মার্চ থেকে শুরু হবে আসর। গত ১৮ ফেব্রুয়ারি সিসিডিএম থেকে এ তথ্য জানানো হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।