Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

১১০০ কেজি কোকেন অস্ট্রেলীয় পুলিশ জব্দ করেছে

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বড়দিনে অস্ট্রেলিয়ার দক্ষিণ সিডনির ব্রুকলিনের একটা নৌকা থেকে ৫০০ কেজি কোকেন এবং তাহিতি থেকে ৬০০ কেজি কোকেন জব্দ করেছে পুলিশ। কোকেন পাচারের সঙ্গে জড়িত হিসেবে ১৫ জনকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। এটি অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় কোকেন আটকের ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, ডিসেম্বরের প্রথম থেকেই পুলিশ ও সীমান্ত রক্ষাকারী কর্মকর্তারা সিডনির মাছের বাজার ও নিউ সাউথ ওয়েলসের মধ্য চলাচলকারী জাহাজের ওপর নজরদারি শুরু করে। বড়দিনের রাতে জাহাজ থেকে একটা ছোট নৌকা ব্রুকলিনে এসে নোঙর করে। পুলিশ নৌকাটিকে ঘিরে ধরে এবং তিনজনকে গ্রেফতার করে। এরপর গত কয়েক দিনের মধ্যে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত কোকেন দক্ষিণ আমেরিকা থেকে এসেছে বলে পুলিশের ধারণা। গ্রেফতারকৃতরা সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন দেশটির জাতীয় রাগবি লীগের সাবেক খেলোয়াড়ও রয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ