Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘালয়ে সরকার গড়ার উদ্যোগ নিচ্ছে তৃণমূল দাবি মুকুল সাংমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

মেঘালয়ের ভোট গণনা হয়েছে গত বৃহস্পতিবার। সেই ভোটে ৫টি আসন পেয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ফলাফলের নিরিখে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মেঘালয়ের সরকার গড়া নিয়ে বড় দাবি করলেন পাহাড়ি রাজ্যের তৃণমূল নেতা মুকুল সাংমা।
গতকাল শুক্রবার মুকুল দাবি করেছেন, ‘অবিজেপি দলগুলির হাতে ৩১টি আসন রয়েছে। তাদের সবাইকে এক জায়গায় করে সরকার গড়ার ব্যাপারে আলোচনা চলছে।’ তবে সেই আলোচনা কোথায় গিয়ে দাঁড়াবে বা সরকার গড়ার মতো পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও মুকুল যে বড় দাবি করেছেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।
মেঘালয়ের মোট আসন ৬০টি। কিন্তু ভোট হয়েছিল ৫৯টি আসনে। একটি কেন্দ্রে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে যায়। এখন সেই ৫৯ আসনের মধ্যে গত মেয়াদের শাসকদল এনপিপি পেয়েছে ২৬টি আসন। বিজেপি ভোটের আগে করনাড সাংমার দলের সঙ্গে জোট ভেঙে দিয়েছিল। দেখা গিয়েছে বিজেপি মেঘালয়তে পেয়েছে দু’টি আসন। এখন যদি বিজেপি আর এনপিপি জোটও করে তাহলে তাদের মোট সংখ্যা হবে ২৮। আর মুকুল সাংমা দাবি করেছেন, বাকি অবিজেপি দলগুলির হাতে রয়েছে ৩১টি আসন।
এই ৩১-এর মধ্যে তৃণমূলের যেমন পাঁচটি আসন রয়েছে তেমন কংগ্রেসেরও পাঁচটি আসন আছে। তাছাড়া এইচএসপিডিপি পেয়েছে দু’টি আসন, দু’টি কেন্দ্রে জিতেছেন নির্দল প্রার্থী, পিডিএফ পেয়েছে দু’টি আসন, ইউডিপি পেয়েছে ১১টি আসন আর ভিওটিপিপি পেয়েছে চারটি।
নির্দল, কংগ্রেস, তৃণমূল বাদ দিলে সবই একেবারেক্ষুদ্র আঞ্চলিক শক্তি। মুকুলের দাবি এঁদের নিয়েই সরকার গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। যা নতুন করে মেঘালয়ের পরবর্তী পরিস্থিতি নিয়ে কৌত‚হল তৈরি করেছে।
রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। মুকুল যা দাবি করেছেন তা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় তাহলে বড় চমক হতে চলেছে। কিন্তু কী হবে সেটা কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। সূত্র : দ্য ওয়াল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ