Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে কাকতাল কাকতালের মিরপুর

মিরপুরের ২০০, বাংলাদেশের ১০০ মুশফিকের ১৫০, সাকিবের ২০০

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

একটা ম্যাচে কতগুলো কাকতালীয় ঘটনা থাকতে পারে? মাইলফকের উপলক্ষ্যই বা কয়টা থাকে? গতকাল বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। হিসাবটা অবশ্য শুধু ছেলেদের ম্যাচের। মাইলফলকের সেই ম্যাচটাই কিনা আবার মিরপুরে বাংলাদেশ দলের ১০০তম ওয়ানডে! সেই সঙ্গে এক ভেন্যুতে মুশফিকুর রহিমেরও এটি ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ! এখানেই শেষ নয়, বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচটিও যে এদিন খেলে ফেললেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান! কাকতাল ছাড়া আর কীই-বা বলা যায়!

বাংলাদেশের ক্রিকেট কেন্দ্রটা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মিরপুরে সরে যায় ২০০৬ সালে। সেই বছরের ৮ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের। প্রথম সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সিরিজের চতুর্থ ওয়ানডেটা ৮ উইকেটে জেতে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের একাদশে থাকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম গতকাল খেলেছেন মিরপুরের ২০০তম ম্যাচেও। মিরপুরের ‘প্রথম’ ম্যাচে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩১ রানে অপরাজিত ছিলেন সাকিব। উইকেটকিপার হিসেবে ২টি ডিসমিসাল করা মুশফিককে সেদিন ব্যাটিংয়ে নামতে হয়নি।

মিরপুর ‘সেঞ্চুরি’ ছুঁয়েছে আরো অনেক আগেই- ২০১৪ সালের ৩০ মার্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারায় ভারত। মিরপুর ওয়ানডের সেঞ্চুরি দেখে ২০১৮ সালে। ১৭ জানুয়ারির সেই ম্যাচেও মাঠে ছিল না বাংলাদেশ। মুখোমুখি হয়েছিল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এদিনের ম্যাচটা মিরপুরকে আরেকটি কাকতালও উপহার দিয়েছে। ২০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ষষ্ঠ ভেন্যু হয়েছে শেরেবাংলা স্টেডিয়াম। তাতে এক ভেন্যুতে কোনো দলের ১০০ ওয়ানডে খেলার রেকর্ডেও ষষ্ঠ হলো বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’।

এখানেই শেষ নয়, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এদিন এক ভেন্যুতে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন মুশফিক। এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে প্রথম চারজনই বাংলাদেশের। হারারে স্পোর্টস ক্লাবে ১০১ ম্যাচ খেলে পাঁচে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা। পাশাপাশি গতকালের ম্যাচ দিয়ে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচটিও খেলে ফেললেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। ৪২৭ ম্যাচ নিয়ে সবার উপরে মুশফিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ