Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোক স্টুডিও বাংলা’র ভিন্ন ধরনের নতুন গান বনবিবি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

কোক স্টুডিও বাংলা’র নতুন গান ‘বনবিবি’। ফোক ফিউশন ধরনের এই গানে অংশ নিয়েছে বিখ্যাত ব্যান্ড মেঘদল এবং জোহরা বাউল। গানটির সুর ও প্রযোজনা করেছে মেঘদল। এই প্রথম কোনো বাংলাদেশী রক ব্যান্ড কোক স্টুডিও বাংলা’র কোনো গানে অংশগ্রহণ করেছে। ‘বনবিবি’ একটি দৃশ্যকল্প, যা দর্শকদের নিয়ে যায় প্রকৃতির গভীরে। এটি একটি পৌরাণিক চরিত্র। লৌকিক বিশ্বাস অনুসারে সকল অশুভের হাত থেকে তিনি বনকে রক্ষা করেন। এই চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েই গানটি তৈরি করা হয়েছে। সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের প্রচলিত কিংবদন্তী অনুযায়ী, বনবিবি চরিত্রের মাধ্যমে মানুষ প্রকৃতির অনিশ্চিত অবস্থাকে মেনে নেয়। পুরো গানটিতে একটি রহস্যময় ও আধ্যাত্মিক বিষয় রয়েছে, প্রকৃতির সাথে একান্ত হলে যা অনুভব করা যায়। গানটির মূল গায়ক ‘মেঘদল’। বাংলাদেশী রক ব্যান্ডের সমৃদ্ধ ধারার সাথে গানটিতে মেশানো হয়েছে খনার বচনের গভীরতা। শত শত বছর ধরে খনার বচন বাঙালিদের প্রকৃতির সাথে বন্ধুত্বপূর্ণভাবে জীবনযাপন করতে শিখিয়েছে। সেই সাথে জোহরা বাউলের পরিবেশনা গানে যুক্ত করেছে লোকসঙ্গীতের স্বাদ। এর মাধ্যমে তৈরি হয়েছে চমৎকার একটি ফোক ফিউশন। গানটির সুরে ভিন্নতা আনার জন্য ঢেঁকি ও কুলাকে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। বনবিবি’র সেটের সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত হয়েছে এস এম সুলতানের শিল্পকর্ম। বরেণ্য এই শিল্পীর কাজে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ব্যাপারটি সবসময়ই গুরুত্ব পেয়েছে। ব্যান্ডদল মেঘদল বনবিবি সম্পর্কে বলেছে, এটি এমন একটি গান, যা দর্শক-শ্রোতাদের পৃথিবীর কোলাহল ও জটিলতা ভুলিয়ে দেয়। আমরা আশা করছি, এই গান শোনার পর সবাই নিজেদের প্রকৃতির আরো কাছে অনুভব করবেন। কোক স্টুডিও বাংলা’র প্রতিভাবান শিল্পীদের সাথে কাজ করাও একটা দারুণ অভিজ্ঞতা ছিল। গানটি ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। কোক স্টুডিও বাংলা’র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘বনবিবি’ গানটি প্রকৃতির বন্দনা করে। প্রকৃতির সাথে একান্ত হওয়ার বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ