নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপিক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের লজ্জার হার। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ফলে এ নিয়ে টানা সাতটি ওয়ানডে সিরিজ জয়ের পর সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ।
সিরিজের সমতায় ফেরার আশায় মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৬ রান তোলে সফরকারী ইংল্যান্ড।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে পেনার তামিম দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন।
এরপর লিটন,শান্ত শূন্য রানে বিদায় নেন। মুশফিক ৪ রানে আউট। তবে সাকিব আল হাসান সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৩২ ও আফিফ করেন ২৩ রান। এছাড়া পেসার তাসকিনের ব্যাট থেকে আসে ২১ রান। বল হাতে ইংলিশদের পক্ষে স্যাম ক্যারন ৬.৪ ওভারে ২৯ রানে নেন চার উইকেট। এছাড়া আদিল রশিদ ১০ ওভারে ৪৫ রানে নেন ৪টি উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।