Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুটানে এবার ভারতের সাহায্য বেড়ে ২,৪০০ কোটি রুপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ৩:২৩ পিএম
ভারতে নতুন অর্থবছরের জন্য ঘোষিত বাজেট খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে দেশটির কাছ থেকে সাহায্য নেওয়া দেশগুলো। বাজেটে বিদেশি সহযোগিতার ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, গত অর্থ বছরের তুলনায় তা খানিকটা কম হলেও সরকার এসব দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এক্ষেত্রে বেশিরভাগ দেশের জন্য ভারতের বিদেশি সাহায্য কমলেও ভুটান, মালদ্বীপ ও দক্ষিণ আমেরিকার জন্য বরাদ্দ বাড়িয়েছে সরকার।
২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিদেশি সহযোগিতার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ছিল ৬ হাজার ২৯২ কোটি রুপি। নতুন ২০২৩-২৪ অর্থবছরে সেই বরাদ্দ কমে হয়েছে ৫ হাজার ৪০৮ কোটি রুপি। 
ভুটান লাইভ জানিয়েছে, বেশিরভাগ দেশের জন্য বরাদ্দ কমলেও ভুটান, মালদ্বীপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর জন্য সাহায্যের প্যাকেজ বেড়েছে। গত অর্থবছরে ভুটানের জন্য বরাদ্দ ২ হাজার ২৬৬ কোটি রুপি থেকে এবার ২ হাজার ৪০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। মালদ্বীপের জন্য দেওয়া হয়েছিল ৩৬০ কোটি রুপি, কিন্তু চলতি অর্থবছরে বরাদ্দ ধরা হয়েছে ৪০০ কোটি রুপি। দক্ষিণ আমেরিকায় ৪০ কোটি রুপি থেকে ৫০ কোটি রুপি বরাদ্দ ধরা হয়েছে।
 প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে গ্রেইট মেইল কানেক্টিভিটি প্রজেক্টের (জিএমসিপি) সঙ্গে যুক্ত রয়েছে নয়া দিল্লি। এ ছাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছেও সেখানে। আফগানিস্তানে জন্য ২০০ কোটি, আফ্রিকার ২৫০ কোটি এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৫০ কোটি রুপি করে আগের মতো একই বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া ইরানের চাবাহার বন্দরের জন্য পৃথকভাবে ১০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে, আগের বছরই একই বরাদ্দ দেওয়া হয়েছিল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ