Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার খেলবেন কিংসলে!

৩ নতুন মুখ নিয়ে ফুটবল ক্যাম্প মদিনায়, খেলবে প্রীতি ম্যাচও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

মার্চের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২০ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফিফা উইন্ডো। এ সময়ের মধ্যে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলবে ব্রæনাই ও সিশেলস। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল বিকেলে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে ২৭ জনের প্রাথমকি স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। যেখানে ৩ নতুন মুখ রয়েছে। এরা হলেন- ঢাকা আবাহনী লিমিটেডের ডিফেন্ডার আলমগীর মোল্লা, নবাগত ফর্টিজ এফসি’র মিডফিল্ডার মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের
গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ এই তিনজনের সঙ্গে অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব। এছাড়া জাতীয় দলের প্রাথমিক তালিকায় নাম আছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেরও। ২৭ সদস্যের জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সর্বোচ্চ ১২ জন ফুটবলার আছেন বসুন্ধরা কিংসের। ঢাকা আবাহনীর আছেন ৬ জন। শেখ রাসেল ক্রীড়া চক্রের তিন, ফর্টিস ও মুক্তিযোদ্ধার দু’জন করে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ পুলিশ এফসি’র আছেন একজন করে ফুটবলার।
ঘরোয়া ফুটবলে মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম লেগ শেষে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ঢাকা আবাহনীর ফরোয়ার্ড এলিটা কিংসলে। নাইজেরিয়ান থেকে সদ্য বাংলাদেশি হওয়া এই খেলোয়াড় এক বছর পর ফের জাতীয় দলে ডাক পেয়েছেন। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি এলিটার। জাতীয় দলের তৎকালীন কোচ অস্কার ব্রæজোন তাকে বাদ দেওয়ার পেছনে আইনত একটি বিষয় ছিল। এলিটার ব্যাপারে ফিফা থেকে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি আসেনি বাফুফেতে। এক বছর পর ফের জাতীয় দলে ডাক পাওয়ায় প্রশ্ন উঠেছে এলিটা কি এবার খেলতে পারবেন?
কাল সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ফিফা সুনির্দিষ্টভাবে কিছু বলেনি। প্রতিপক্ষ কোনো দল যদি প্রতিবাদ বা প্রশ্ন তোলে সেক্ষেত্রে বাফুফেকে উত্তর দিতে হবে। এক্ষেত্রে বাফুফে প্রয়োজনীয় উত্তর দিতে প্রস্তুত আছে।’
এলিটা যদি শেষ পর্যন্ত ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকেন, তাহলে খেলতে পারবেন কি না? এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক বলেন,‘এলিটাকে খেলাতে হলে বাফুফেকে ঝুঁকি বা দায়িত্ব নিয়ে খেলাতে হবে।’ তবে এলিটা কিংসলে সম্পর্কে বেশ আশাবাদী কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার কথায়, ‘এলিটা লিগের প্রথম লেগে দারুণ খেলেছে। আশা করি জাতীয় দলের অনুশীলনেও তেমনটাই খেলবে সে।’
এদিকে মার্চের ফিফা উইন্ডোর প্রস্তুতি ক্যাম্প নিয়ে দোটানায় ছিল বাফুফে। শেষ পর্যন্ত তা কেটে গেছে। সউদী আরবের পবিত্র নগরী মদিনায় প্রস্তুতি ক্যাম্প ও অনুশীলন করবেন জামাল ভূঁইয়ারা। ক্যাম্প নিয়ে সোহাগ বলেন, ‘আমরা সউদী আরব যাচ্ছি এটা নিশ্চিত। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে। আমরা অন অ্যারাইভাল ভিসা পাবো। আমাদের সম্ভাব্য যাত্রা ৫ মার্চ। অতি স্বল্প সময়ে একই দিন সবার টিকিট নিশ্চিত করা যায়নি। তাই খেলোয়াড়দের দুইভাগে পাঠানো হবে।’ তিনি জানান, ত্রিদেশীয় টুর্নামেন্টে ম্যাচ ডে যথাক্রমে ২২, ২৫ ও ২৮ মার্চ। মদিনায় প্রায় দুই সপ্তাহ অনুশীলন করবে বাংলাদেশ দল। অনুশীলন প্রসঙ্গে কোচ ক্যাবরেরা বলেন, ‘সউদী আরবের অবকাঠামো অনেক ভালো। আমরা সেখানে নিজেরা কয়েক দিন অনুশীলন করবো। সম্ভাবনা আছে স্থানীয় ক্লাবের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলারও। সেটাও আজকালের মধ্যে নিশ্চিত হবে।’
জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড : আনিসুর রহমান, তারেক কাজী, সাদ উদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া (বসুন্ধরা কিংস), শহিদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে (ঢাকা আবাহনী), জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম (শেখ রাসেল), মিতুল মারমা, মজিবুর রহমান জনি (ফর্টিস), মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান সজীব (মুক্তিযোদ্ধা), ইমন শাহরিয়ার (মোহামেডান) ও রবিউল হাসান (পুলিশ)।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ