মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের হাওয়ারা গ্রামে মাত্র তিনদিন আগে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ ইসরাইলি বসতিস্থাপনকারীরা। দুই ইসরাইলিকে গুলি করে হত্যার জেরে তারা ফিলিস্তিনিদের বাড়ি, গাড়ি ও দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ নিয়ে বর্তমানে হাওয়ারা গ্রামে উত্তেজনা চলছে। এরমধ্যে ইসরাইলের উগ্রডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ ইসরাইলি এক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি মনে করি হাওয়ারা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়া উচিত। আমি মনে করি ইসরাইলের এটি করা উচিত।’ বেজালেল অর্থমন্ত্রী ছাড়াও দখলকৃত পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের দায়িত্বেও আছেন। তবে ইসরাইলি এ উগ্রপন্থি মন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তাদের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বুধবার সাংবাদিকদের বলেছেন, বাজালেল স্মোরিচের এ মন্তব্য বিদ্বেষপূর্ণ। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে এ ধরনের মন্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে নেড প্রাইস বলেছেন, ‘এ মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। এগুলো বিদ্বেষপূর্ণ। এগুলো জঘন্য।’ তিনি আরও বলেছেন, ‘আমরা যেমন ফিলিস্তিনিদের উস্কানির নিন্দা জানাই, তেমনই এ ধরনের কথাবার্তারও নিন্দা জানাই, যেগুলো উস্কানিরই সামিল।’ এর আগে, ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা দেওয়ার উপায় খুঁজে বের করার দায় রয়েছে নিরাপত্তা পরিষদের। পশ্চিম তীরের অধিকৃত শহরে ইসরাইলি বসতি স্থাপনাকারীরা হামলা চালালে জাতিসংঘে ফিলিস্তিনি জনসংখ্যা বিষয়ক দূত এ কথা বলেন। নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি, বিশেষ করে ইসরাইলি বসতি স্থাপনাকারীদের অপরাধ ও সন্ত্রাসী হামলার পর ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা পরিষদের কাঁধে অনেক দায়িত্ব রয়েছে। রোববার রাতে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের হুওয়ারা শহরে শত শত ইসরাইলির হামলার পর সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়। রিয়াদ মনসুর আরও বলেন, নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের জন্য হুওয়ারা পরিদর্শন সহায়ক হবে যেন তারা সরেজমিন দেখে শিশু, মা ও তাদের পরিবারের মনের আতঙ্ক হৃদয়ে ধারণ করতে পারে এবং অন্তরাত্মা কেঁপে ওঠে। ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপালনকারী মাল্টার রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেইজার বলেছেন, আরও সহিংসতা এড়াতে উত্তেজনা থামানোর জন্য নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবার উপায় খুঁজে বের করার চেষ্টা করা উচিত। তিনি একই সঙ্গে উভয়পক্ষকে সংযত থাকারও পরামর্শ দেন। এদিকে চলতি বছর ইসরাইল ফিলিস্তিন সংঘাত তীব্ররূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে রোববার ডর্জানে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষের কর্মকর্তারা নতুন সংঘাত প্রতিরোধের প্রতিশ্রুতি দেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।