Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কীটপতঙ্গ খেয়ে জঙ্গলে কাটল ৩১ দিন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

পশু শিকার করা অনেকের কাছেই শখের কাজ। আর সেই শখ পূরণে বহু মানুষই এমন আছেন যারা গহীন জঙ্গলে যেতেও দ্বিধা করেন না। তেমনই এক ব্যক্তি গহীন জঙ্গলে শিকারে গিয়ে পড়েছিলেন বিপদে। কয়েকজন মিলে শিকারে গিয়ে হলেন দলছুট। আর এরপর টানা ৩১ দিন কাটল সেখানে। কোনও খাবার না পেয়ে খেতে হলো কীটপতঙ্গ আর পোকামাকড়। এভাবেই কাটে ৩১ দিন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আমাজন জঙ্গলের উত্তর বলিভিয়া অংশে। প্রতিবেদনে বলা হয়েছে, শিকার করতে গিয়ে দলছুট হয়ে যাওয়া ওই ব্যক্তির নাম জোনাটান অ্যাকোস্টা। চার বন্ধু মিলে উত্তর বলিভিয়ায় শিকারে গেলেও একপর্যায়ে ৩০ বছর বয়সী এই ব্যক্তি তার বন্ধুদের থেকে আলাদা হয়ে যান। এরপর টানা ৩১ দিন তিনি বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এবং পোকামাকড় খেয়ে এসময় নিজেকে তিনি বাঁচিয়ে রাখতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করা হয়। জোনাটান অ্যাকোস্টা বলছেন, জঙ্গলে বিচ্ছিন্ন অবস্থায় থাকার সময় তিনি তার জুতায় সংগৃহীত বৃষ্টির পানি পান করতেন এবং পোকামাকড় খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখেন। এছাড়া এই সময়ে তিনি জাগুয়ার এবং পেকারিজ - শূকরের মতো এক ধরনের স্তন্যপায়ী প্রাণী - থেকে নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। অ্যাকোস্টা নিখোঁজ হওয়ার এক মাস পরে অবশেষে স্থানীয় লোক এবং বন্ধুদের নিয়ে গঠিত একটি অনুসন্ধান দল তাকে খুঁজে পায়। বন্ধুদের ফের ফিরে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য, আমি বিশ্বাস করতে পারি না যে লোকেরা এত দিন আমার অনুসন্ধান চালিয়েছিল।’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ