মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারিতে অনেক কিছুই বদলে গেছে। অর্থনৈতিক মন্দায় ধুঁকছে বিশ্বের বেশিরভাগ দেশ। পাল্টে গেছে শক্তিশালী অর্থনীতির প্রথম সারির দুটি দেশ চীন ও জাপানের দৃশ্যপট। মহামারির শুরুটা যে চীন থেকে তা সবারই জানা। দেশটির অবস্থাও হয়েছিল ভয়াবহ। তবে মহামারির পর চীনের ঘুরে দাঁড়ানোর অদম্যতা চমকে দেওয়ার মতোই। চীনা কোম্পানিগুলো এক দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে গত মাসে। এদিকে জাপানের চিত্র পুরোপুরি ভিন্ন। ফেব্রুয়ারিতে জাপানের ফ্যাক্টরিগুলোর উৎপাদন দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। অর্থনীতির চাকা যেন উল্টো দিকে ঘুরছে দেশটির। করোনার প্রকোপ কমতে থাকায় বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পুণরায় চালু হতে শুরু করেছে। ফ্যাক্টরির কাঁচামাল, তেল, গ্যাস থেকে শুরু করে বেড়েছে শ্রমিকের পারিশ্রমিকও। আর এসবের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উৎপাদন। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস অনুসারে, জানুয়ারিতে দেশটির ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারসইনডেক্স (পিএমআই) ৫০ দশমিক ১ থেকে বেড়ে ৫২ দশমিক ৬ হয়েছে। ২০১২-এর পর যা চীনের সর্বোচ্চ পিএমআই। পিএমআই হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি সূচক; যা দ্বারা কোনো দেশের বর্তমান এবং অদূর ভবিষ্যতের ব্যবসায়িক আয়ের অবস্থা বোঝায়। এর মান থাকে শুন্য থেকে একশো পর্যন্ত। যখনই পিএমআই এর মান ৫০ থেকে বেশি হবে, তখন বুঝে নিতে হবে দেশটির ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।