Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেদের তৈরি ফাঁদে নাজেহাল ভারত

ইন্দোর টেস্ট

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন বলেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা চোখ বন্ধ করে স্পিন খেলতে পারে। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজেও সেই নজির কিছুটা হলেও রেখেছে রোহিত শর্মার দল। তবে গতকাল ইন্দোরে নিজেদের মাঠে চেনা কন্ডিশনে ভারত চেনা অস্ত্র স্পিনে খাবি খেল। অস্ট্রেলিয়ার দশা আরো করুণ হতে পারে এমন আশঙ্কা থেকেই অজি সাবেক ক্রিকেটার ব্র্যাড হগের টুইট, ‘এক দিনের টেস্ট? তেমনটা অবশ্য হয়নি। সফরকারী তিন স্পিনার ম্যাথু কুনেমান, নাথান লায়ন ও টড মারফিদের ইন্দ্রজালে কোহলি-রোহিত চোখে অন্ধকার দেখে মাত্র ৩৩.২ ওভার স্থায়ী ইনিংসে অলআউট হয়ে গেল ১০৯ রানে। তা দেখেও অস্ট্রেলিয়া ভড়কে যায়নি। ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে তারা। লিড পেয়েছে ৪৭ রানের।
দলীয় ২৭ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি ভাঙেন কুনেমান। অধিনায়ক রোহিত শর্মাকে ফেলেন স্টাম্পিংয়ের ফাঁদে। এক ওভার পর ফিরে আরেক ওপেনার শুভমান গিলকেও ফেরান তিনি। দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলাতে না সামলাতে চেতশ্বর পুজারাকে বোল্ড করে দেন লায়ন। এক ওভার পর ফিরে ছন্দে থাকা রবীন্দ্র জাদেজাকেও ফেরান তিনি। স্কোরবোর্ডে ১ রান যোগ হতে শ্রেয়াস আইয়ারকে বোল্ড কুনেমান। তাতে বড় চাপে পরে যায় স্বাগতিকরা।
শ্রীকর ভরতকে নিয়ে এরপর কিছুটা প্রতিরোধের আভাস দিয়েছিলেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ২৫ রানের জুটি গড়ে আরেক স্পিনার টড মার্ফির শিকার হন তিনি। ভরতকে ফেরালে বের হয়ে আসে লেজ। পারেননি লেজের কোনো ব্যাটারও ঝলসে উঠতে। ফলে কোনো মতে একশ পার করে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন কোহলি। গিলের সংগ্রহ ২১ রান। এছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন রোহিত, ভরত, উমেশ যাদব ও আকসার প্যাটেল। মূলত আগের টেস্টে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার কুনেমানের বিষেই নীল স্বাগতিকরা। এ স্পিনার একাই তুলে নেন ৫টি উইকেট। ঘূর্ণির মায়াজাল বেছান নাথান লায়নও। তার শিকার ৩টি।
ইনিংসের গোড়াতেই হেডকে হারিয়ে অবশ্য খেই হারায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে অন্য ওপেনার উসমান খাজা এবং তিনে নামা মারনাস লাবুশেন গড়ে তোলেন ৯৬ রানের জুটি। কোন রান না করে জাদেজার নো বলে বোল্ড হয়েও বেঁচে যাওয়া লাবুশেন যখন সে জাদেজার বলেই বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৩১ রানে, অস্ট্রেলিয়ার রান তখন ১০৮। ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ তখন ১ রানের দূরত্বে।
লাবুশেন ফেরার পর খাজাকে সঙ্গ দেন স্টিভেন স্মিথ। তাতে ভারতের লক্ষ্য ছাড়িয়ে লিড পায় অস্ট্রেলিয়া। তবে শেষ বেলায় তাদের দুজনের উইকেটও জাদেজা ঝুলিতে পুরলে কিছুটা স্বস্তি পায় ভারত। সাজঘরে ফেরার আগে খাজা করেন ৬০ রান আর এই টেস্টে অজিদের নেতৃত্ব দেওয়া স্মিথের সংগ্রহ ২৬ রান। ৬৩ রানে ৪ উইকেট পেয়েছেন জাদেজা। তার বলে প্রথম রিভিউটি হেডের উইকেট সফল হলেও পরে তার বলেই বৃথা গেছে ভারতের তিন রিভিউ। দিন শেষে ৭ রান নিয়ে ক্রিজে আছেন পিটার হ্যান্ডসকম্ব, তার সঙ্গী ক্যামেরন গ্রিন অপরাজিত ৬ রান নিয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ