নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মার্চের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২০ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফিফা উইন্ডো। এ সময়ের মধ্যে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলবে ব্রুনাই ও সিশেলস। এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের কোচিং স্টাফে যোগ হচ্ছেন আরও তিন বিদেশি। এদের মধ্যে থাকছেন নতুন সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও ফিজিও। বাংলাদেশের স্পানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কোচিং স্টাফে নতুন তিনজনের মধ্যে সহকারী কোচ ও গোলরক্ষক কোচ স্প্যানিশ এবং ফিজিও ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্বশীল সুত্রে জানা গেছে, সহকারী কোচের নাম ডেভিড গোমেজ, গোলরক্ষক কোচ মিগুয়েল অ্যাঞ্জেল গ্লেসিয়াস ও ফিজিওর নাম জোগেশ্বর সেন্তিল কুমার।
ইংলিশ কোচ জেমি ডে’র পর স্প্যানিশ অস্কার ব্রুজোন ও পর্তুগিজ মারিও লেমসের দায়িত্বকালে স্থানীয় সহকারীরাই ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফে। তখন মাসুদ পারভেজ কায়সার, হাসান আল মামুন ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্য বিদেশি কোচদের সহকারী হিসেবে কাজ করেছেন। ক্যাবরেরা গত বছর জানুয়ারিতে দায়িত্বগ্রহণের পর তার সহকারী হিসেবে স্থানীয়রাই দায়িত্ব পালন করেছেন। তবে এ বছর প্রথম মাঠে নামার আগে বাফুফে ক্যাবরেরার চাহিদামতো তিনজন বিদেশি যোগ করলো কোচিং স্টাফে। তবে স্থানীয় কোচ হাসান আল মামুন থাকছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।