Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেফের হাতে কেনা বিরিয়ানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

আপনি যদি রান্না করতে না জানেন কিন্তু কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, তাহলে ‘শেফ হুমিরা’র কাছ থেকে শিখুন কীভাবে রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। একটি বেসরকারি চ্যানেলের গেম শো-এর একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাবে, সেরা শেফ নির্বাচনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, একের পর এক শেফ তাদের সেরা খাবারটি হোস্টের কাছে উপস্থাপন করছে।

এমতাবস্থায় হুমিরা নামের এক তরুণী হাতে বিরিয়ানির বাক্স নিয়ে স্টুডিওর ভেতরে আসেন এবং হোস্ট বিচারক শেফ আমরা নওমান, শেফ সায়মা এবং রাবিয়া আনামের সামনে বাক্সে বিরিয়ানি পরিবেশন করেন।
এখানে মোচড় আসে যখন শেফ আমরা নওমান খাবারের উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন, প্রতিযোগী হুমিরা স্বীকার করেন যে, তিনি প্রতিযোগিতার জন্য যে বিরিয়ানিটি উপস্থাপন করেছিলেন তা তিনি তৈরি করেননি, বরং এটি একটি দোকান থেকে কিনেছিলেন, তাই এটি একটি বাক্সে রয়েছে।
হুমিরার এ কথায় আয়োজক বিচারকরা বলেন, তাহলে প্রতিযোগিতায় কেন এসেছেন? কিসের ভিত্তিতে আমরা আপনার বিচার করব?

হুমিরার মনে হয় যে, তিনি কঠোর পরিশ্রম করেছেন, বিরিয়ানি কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং তারপর কয়েক ঘণ্টা অপেক্ষার পরে অডিশনের জন্য স্টুডিওতে আসার সুযোগ পান।
ভিডিওটির ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মজার মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী হুমিরাকে মাস্টারপিস হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন ‘মাস্টারশেফে মাস্টারপিস’, অন্য ব্যবহারকারী বলেছেন যে, জেডি না পড়ে কেউ যদি চাকরির ইন্টারভিউতে যায় তবে এটিই হয়।

অন্য একজন ব্যবহারকারী হুমিরাকে নিজের সাথে তুলনা করে লিখেছেন, ‘যদি আমি কখনো রান্নার প্রতিযোগিতায় অংশ নিতাম, আমিও তাই করতাম’। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ