Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেঙ্গালুরুকে ‘ভারতের আধুনিক মুখ’ বললেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৮:৫৬ পিএম

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে ভারতে একটি সরকারি সফরে ছিলেন। এসময় তিনি বেঙ্গালুরুকে "ভারতের আধুনিক মুখ" বলে উল্লেখ করেন। ভারতে জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান একটি টুইটে একথা জানিয়েছেন।–ওয়ার্ল্ড বিজনেস

 

তিনি জার্মানিতে যাওয়ার পথে (গত ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারী সফর শেষে) তরুণ ভারতীয়দের সাথেও দেখা করেন। ফিলিপ অ্যাকারম্যান টুইটে জানান, "ব্যাঙ্গালোর আমাদেরকে ভারতের আধুনিক চেহারা দেখিয়েছে! আমরা @Sun_Mobility-এর ব্যাটারি পরিবর্তন করেছি এবং অনুপ্রেরণামূলক প্রতিভা @SAPIndia-এর সাথে দেখা করেছি। চ্যান্সেলর জার্মানিতে যাওয়ার পথে তরুণ ভারতীয়দের সাথেও কথা বলেছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স পরিদর্শন করেছেন।এটিকে একটি সফল সফর উল্লেখ করেছেন!"

 

এদিকে, আইপিএল ক্রিকেট দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোর রবিবার টুইট করেছে, "নাম্মা চিন্নাস্বামী স্টেডিয়ামে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজকে হোস্ট করার জন্য আমরা অত্যন্ত সম্মান ও বিশেষত্ব পেয়েছি। তিনি আমাদের আরসিবি-এর ডব্লিউপিএল ক্যাম্পে ডেকেছেন।"

 

জার্মান চ্যান্সেলর প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট মুর্মু উল্লেখ করেছেন যে, জার্মানি ইউরোপে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং ভারতের শীর্ষ বিনিয়োগকারীদের মধ্যেও অন্যতম৷ তিনি বলেন, জার্মানি ভারতের দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন সহযোগী এবং ভারতের উন্নয়নমূলক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

জার্মান চ্যান্সেলর হিসেবে প্রথম ভারত সফর করায় চ্যান্সেলর স্কোলজকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ভারত ও জার্মানির মধ্যে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, যা আমাদের অভিন্ন মূল্যবোধ এবং অংশীদারিত্বমূলক লক্ষ্যগুলির দ্বারা প্রতিষ্ঠিত। পারস্পরিক বিশ্বাস যা কয়েক দশক ধরে লালিত হয়েছে বলে প্রেসিডেন্ট ভবন এক বিবৃতিতে জানিয়েছে।

প্রেসিডেন্ট মুর্মু বলেন, ভারত এবং জার্মানির মধ্যেও শক্তিশালী সাংস্কৃতিক সংযোগ রয়েছে, জার্মান ইন্ডোলজিস্টদের ভারতে কাজ করার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে৷ ভারত এবং জার্মানি গণতান্ত্রিক মূল্যবোধ, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা, বহুপাক্ষিকতা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে এক অপরের অংশীদার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ