Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবারের প্যাকেটে মমি! ধরা পড়ে যুবকের দাবি, ‘ও আমার প্রেমিকা’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৮:৩৩ পিএম

পেরুর পুলিশ গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। তার কাছ থেকে পাওয়া গিয়েছে একটি মমি! যার বয়স ৬০০ থেকে ৮০০ বছরের মধ্যে। কেন এমন ‘কাণ্ড’ করেছেন ওই ব্যক্তি। তার দাবি, ওই মমি তাঁর ‘আধ্যাত্মিক প্রেমিকা’। তাই সেটির সঙ্গেই রীতিমতো ‘ঘর-সংসার’ করে বেড়াচ্ছিলেন তিনি। তার এমন কথা শুনে তাজ্জব পুলিশ! আটক করা হয়েছে ২৬ বছরের ওই যুবককে।

জুলিও সিজার বার্মেজো নামের ওই যুবকের দাবি, তার বাবা ৩০ বছর আগে মমিটি নিয়ে এসেছিলেন বাড়িতে। বার্মেজো একসময় লোকের বাড়িতে খাবার ডেলিভারির কাজ করতেন। সেই রকমই এক খাবার সরবরাহের আইসোথার্মাল ব্যাগের মধ্যেই তার ‘বান্ধবী’ মমিকে নিয়ে ঘুরে বেড়াতেন তিনি।

এবিষয়ে বলতে গিয়ে বার্মেজো জানাচ্ছেন, ‘জুয়ানিতা’ (এই নামেই ওই মমিকে ডাকেন তিনি) তার প্রেমিকা। তার কথায়, ‘বাড়িতে ও সব সময় আমার ঘরেই থাকে। আমার সঙ্গেই ঘুমায়ও।’ সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

কিন্তু এই ভালবাসার ‘কাহানি মে টুইস্ট’ও রয়েছে। এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, ‘ওটা জুয়ানিতা নয়, জুয়ান।’ তার দাবি, ওটা কোনও মহিলার মমি নয়। ৪৫ বছরের এক মধ্যবয়সি ব্যক্তির সংরক্ষিত মৃতদেহ! সূত্র: সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ