Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে শিশুশ্রম আইন লঙ্ঘন বেড়েছে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৮ সালের পর দেশটিতে শিশুশ্রম আইন লংঘন ৭০ শতাংশ বেড়েছে। গত অর্থ বছরে ৮৩৫টি কোম্পানি এই আইন লঙ্ঘন করে। আইন লংঘনকারী কোম্পানিগুলোর জরিমানার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান ঐ কর্মকর্তারা। বর্তমানে একজন শিশু শ্রমিকের জন্য মাত্র ১৫ হাজার ১৩৮ ডলার জরিমানা করা হয়। এছাড়া আইন মানা হচ্ছে কিনা, তা নজরে রাখতে তহবিল বাড়ানোরও পরিকল্পনা করা হচ্ছে বলে জানান শ্রম বিভাগের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের অধিকাংশ ফ্যাক্টরিতে নিয়োগ দেয়া যায় না। আর ১৮ বছরের কম বয়সীদের শিল্পখাতের বেশিরভাগ বিপজ্জনক কাজে নেয়া যায় না। আটটি রাজ্যে মাংস প্যাকেটজাত কাজে ১০০ এর বেশি কম বয়সীদের নিয়োগ দেয়ায় যুক্তরাষ্ট্রের একটি বড় ফুড সেফটি স্যানিটেশন কোম্পানি এ মাসের শুরুতে ১ দশমিক ৫ মিলিয়ন ডলার জরিমানা দিয়েছে। শ্রম বিভাগের তদন্তে ঐ কোম্পানির অপরাধ করা পড়েছিল। এদিকে বার্তা সংস্থা রয়টার্স গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে শিশুশ্রম নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এর মধ্যে একটিতে অ্যালাব্যামা রাজ্যের এক মুরগি প্রক্রিয়াজাত প্ল্যান্টে শিশু শ্রমিক নিয়োগের বিষয় প্রকাশ করা হয়েছিল। প্রতিবেদনগুলোতে যে শিশু শ্রমিকদের খবর পাওয়া গিয়েছিল তাদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ