Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভানুয়াতুতে ঘূর্ণিঝড় জুডির আঘাত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

ঘূর্ণিঝড় জুডি বুধবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে আঘাত হেনেছে। প্রবল বাতাসে গাছপালা উপড়ে গেছে এবং বন্যার পানিতে তলিয়ে গেছে সড়কসমূহ। স্থানীয় দুর্যোগ প্রতিরোধ কর্মকর্তারা বলেছেন, ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি ক্যাটাগরি চারে রূপ নেয়ার আগেই রাজধানী পোর্ট ভিলা পাড়ি দেয়। এ পর্যন্ত এতে হতাহত কিংবা ব্যাপক ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশটির জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা কার্যালয় রেড এলার্ট জারি করেছে এবং বাসিন্দাদের ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে। চার্চ এবং সরকারি ভবনসমূহ আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি রাখা হয়েছে। দেশটির তিন লাখ ২০ হাজার বাসিন্দার কাছে শক্তিশালী ঝড় অপরিচিত কিছু নয়। কিন্তু জুডি ঘূর্ণিঝড় এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ