নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : মাত্র তিনমাস আগে নতুন নির্বাচিত কমিটি পেয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। কিন্তু এরই মধ্যে কমিটিতে অসন্তোষ দেখা দিয়েছে। ফলে শুরু হয়েছে পদত্যাগ নাটক। আর এ নাটকের কুশিলব ফেডারেশনের দুই দায়িত্বশীল কর্মকর্তা। নতুন কমিটির বয়স তিন মাস পেরুতে না পেরুতেই পদত্যাগ করলেন ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী এবং কার্যনির্বাহী সদস্য শেখ নুর ইসলাম। বিশ্বস্ত সূত্র জানায়, গত সোমবার ফেডারেশনের সভাপতি আবদুল মালেকের কাছে এ দু’জন নিজেদের স্বাক্ষর করা পদত্যাগ পত্র জমা দেন।
জমজমাট নাটকীয়তায় গত ১৮ আগস্টে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আনুক‚ল্য পেয়ে পাবনার ফিরোজ আরেফিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি একক প্যানেল নিয়েই ফেডারেশনের দায়িত্বে আসেন। নতুন কমিটি গঠনের পর জানা যায়, সাধারণ সম্পাদক ফিরোজ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। ফলে ফেডারেশন অফিসে এসে নিয়মিত কার্যক্রম চালাতে তিনি অপরাগ। তাই অনেকটা বাধ্য হয়েই সব কার্যক্রম চালাতে হয় নতুন কমিটির প্রথম যুগ্ম সম্পাদক গোলাম আজিজ জিলানীকে। গেল তিনমাসে বাংলাদেশ ওপেন সিনিয়র ও জুনিয়র দু’টি আন্তর্জাতিক আসর সফলভাবে শেষ করেছে এই কমিটি। তারপরও ভাঙনের সুর যেন বেজে ওঠার অপেক্ষায়। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেনের আগে বাংলাদেশ ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সোসাইটির দুই গ্রæপের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। ফলে জাতীয় দলের শাটলাররা অনুশীলন বন্ধ রাখেন। পরে সভাপতি আবদুল মালেকের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়। তবে ঘটনা তদন্তের জন্য গোলাম আজিজ জিলানী, কবিরুল ইসলাম শিকদার ও কারুন্নেসা আশরাফের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করে ফেডারেশন। তদন্ত কমিটি গঠন হলেও এর কোনো ফল এখনো পাওয়া যায়নি। উপরোন্ত শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে পদত্যাগ করেন দুই কর্মকর্তা
আরেকটি সূত্রে জানায় যায়, বর্তমান কমিটির কর্মকর্তাদের মধ্যে সমন্বয় নেই। গত বছর সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানার দায়িত্বকালে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেনে দেশ-বিদেশের ১৬৮ জন শাটলার অংশ নিয়েছিলেন। যেখানে খরচ হয়েছিল মাত্র ৩০ লাখ টাকা। সেখানে এবার ৫৬ জনের এই টুর্নামেন্টে খরচ দেখানো হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা। এই হিসাব নিয়ে নাকি বেশ বিপাকে আছে বর্তমান কমিটি। যার প্রেক্ষিতেই গোলাম আজিজ জিলানী ও শেখ নুর ইসলাম পদত্যাগ করেছেন। যদিও তাদের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।