মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফোর্বসের বিশ্বের ধনীতমের তালিকায় ৩৮তম স্থানে নেমে এলেন গৌতম শান্তিলাল আদানি। চলতি বছরের শুরুতেও তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকে আদানি গোষ্ঠীর সংস্থাগুলোর শেয়ারে ধস নেমেছে। আর তার ফলে গৌতম আদানির শেয়ার-বাবদ মোট সম্পদের মূল্যও কমেছে অনেকটাই।
ফোর্বসের রিয়েল-টাইম ট্র্যাকার অনুযায়ী, আদানির মোট সম্পদ এসে দাঁড়িয়েছে ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে। এদিকে রিপোর্ট প্রকাশের আগে তার নেট ওয়ার্থ ছিল ১১৯ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, প্রায় ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের মূল্য ‘হাওয়া’ হয়ে গিয়েছে গৌতম আদানির। মাত্র এক মাসের মধ্যেই।
যদিও ব্লুমবার্গ রিচলিস্টে অবশ্য একটি এগিয়ে রাখা হয়েছে তাঁকে। ব্লুমবার্গের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৩০তম ধনী ব্যক্তি গৌতম আদানি। সেখানে উল্লেখ করা হয়েছে যে, তার মোট সম্পদের অঙ্ক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র : হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।