Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রেন থেকে পড়ে পদকজয়ী সাইক্লিষ্ট মাশরাফির মৃত্যু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩২ পিএম

শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের সাইক্লিং ডিসিপ্লিনে আগের দিন জিতলেন দুই রৌপ্য ও এক ব্রোঞ্জপদক। সেই রেস কাটতে না কাটতেই মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন ১৬ বছরের কিশোর সাইক্লিষ্ট মাশরাফি হোসেন মারুফ। এক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। ঢাকায় চলমান বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বে প্রথমবার খেলতে এসেই বাজিমাত। সোমবার গেমসের সাইক্লিংয়ে এলিমিনেশন রেসের এককে রুপা ও ২০০০ মিটার স্ক্যাচ রেসে জিতে নেন ব্রোঞ্জপদক। ওইদিনই ২০০০ মিটার টিম টাইম ট্রায়ালে দলগত ইভেন্টে রংপুর বিভাগকে রুপা জেতাতে বড় ভূমিকা রাখেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জানায়, আগের দিন খেলা শেষে মঙ্গলবার দিনাজপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন মাশরাফি হোসেন মারুফ। এক পর্যায়ে পথিমধ্যে ট্রেন বিরতি নিলে সে সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে ট্রেনের দরজায় দাঁড়ান মাশরাফি। কিন্তু তারই এক ফাঁকে হঠাৎ পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। মাশরাফির বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরের সাইতাড়া গ্রামে। যুব গেমসে খেলেছিলেন রংপুর বিভাগের হয়ে।

সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম স্বপন জানান, মাশরাফি যে রেলস্টেশনে মারা গেছে, সেটা মূল রেলস্টেশন না। ওখানে পঞ্চগড় এক্সপ্রেস থামে না। কিন্তু ট্রেন গতি কমালে অনেক সময় যাত্রীরা এখানে নেমে পড়েন। মাশরাফির স্কুলটাও এই স্টেশনের পাশেই। গতি যখন কম ছিল তখন সে ট্রেনের দরজায় দাঁড়িয়ে সতীর্থ বন্ধু সাইক্লিস্টদের নিজের স্কুল দেখানোর চেষ্টা করছিল। কিন্তু দুর্ঘটনাবশত হাত ও পা ফসকে গিয়ে নিচে পড়ে যায় মাশরাফি। সেখানেই মৃত্যু হয় তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ