Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বে ভারতের উপস্থিতি ভালোভাবে সম্মানিত : গায়ানার ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৮ পিএম
পাঁচ দিনের জন্য ভারত সফরে এসেছিলেন গায়ানার ভাইস প্রেসিডেন্ট ভারত জাগদেও। শনিবার তিনি ভারত থেকে রওনা হওয়ার আগে বলেছেন, আন্তর্জাতিকভাবে ভারতের ক্রমবর্ধমান শক্তির সঙ্গে বিশ্বে তার উপস্থিতি ভালোভাবেই সম্মানিত।
বার্তা সংস্থা এএনআইর সঙ্গে ভারত সফর সম্পর্কে বলতে গিয়ে জাগদেও বলেন, ‘এটি একটি দুর্দান্ত সফর ছিল। আমি সত্যিই ভারত সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা গায়ানার সমস্যাগুলোর প্রতি মনোযোগ দিয়েছে এবং তারা আমাদের যে অ্যাক্সেস দিয়েছে তার জন্য।’
গায়ানা ও ভারতের মধ্যে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জাগদেও বলেন, ‘এটি সর্বদাই ঐতিহাসিক, ভারতীয়রা ঐতিহাসিকভাবে খুব শক্তিশালী ছিল। তবে আমরা এখন বিভিন্ন ক্ষেত্রে সেই সম্পর্ককে উন্নত করার আশা করছি।  সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে এসেছি, এটা তার একটি কারণ।’
এ সময় জাগদেওকে ভারত-গায়ানা বিমান পরিষেবা চুক্তি সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, আশা করি, এটি দুই দেশের মধ্যে আরও বেশি সংযোগের কাঠামো নির্ধারণ করবে। মানুষে মানুষে যোগাযোগের সবচেয়ে বড় সমস্যা হল ট্রানজিটের অসুবিধা। সুতরাং, আমরা আশা করছি যে এটি এই সমস্যার কিছু সমাধান করতে পারে।’
ভারতের জি২০ গ্রুপের সভাপতি হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে এবং ভারতের গ্লোবাল সাউথের (ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ওশেনিয়ার দেশসমূহ) কণ্ঠস্বর হয়ে ওঠার বিষয়টি তিনি কীভাবে দেখেন জানতে চাইলে জাগদেও বলেন, ‘ভারত ঐতিহাসিকভাবে সেই ভূমিকা পালন করেছেএবং আন্তর্জাতিকভাবে তার ক্রমবর্ধমান শক্তির সঙ্গে বিশ্বে ভারতের উপস্থিতিকে এখন ভালোভাবে সম্মান করা হয়। এমনকি প্রধানমন্ত্রী মোদি যা বলছেন তা থেকে আমরা জানি যে ভারত সহজাতভাবে গ্লোবাল সাউথের  প্রতিনিধিত্ব করবে।’
এনার্জি সেক্টরে সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার পরিকল্পনা আছে গায়ানার। এ বিষয়ে জানতে চাইলে ভাইস প্রেসিডেন্ট বলেন, উভয় দেশের জন্য উপকারী শর্তে ভারতে রপ্তানি অন্বেষণ করা হচ্ছে। তবে তার বাইরেও গ্যাস সেক্টরের উন্নয়নে সহযোগিতায় সম্পৃক্ত থাকবে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, গায়ানায় প্রচুর সম্ভাবনা রয়েছে। ভারতের অনেক ক্ষেত্রে প্রচুর দক্ষতা রয়েছে। আশা করি, তারা একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি করতে আমাদের সাহায্য করতে পারবে।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ