Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ টমেটোর বেশি নয় যুক্তরাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাজ্যে তাজা সবজির চরম সঙ্কট দেখা দিয়েছে। সেখানে সুপারমার্কেটগুলোতে তাজা সবজি রাখার তাক দ্রুত খালি হয়ে যাচ্ছে বিধায় প্রত্যেক ক্রেতার জন্য সবজি কিনতে সীমা বেঁধে দেওয়া হয়েছে। দেশটির সর্ববৃহৎ গ্রোসারি চেইন টেসকো কর্তৃপক্ষ বুধবার জানিয়েছিলেন, তারা আপাতত ক্রেতাদের জন্য টমোটে, মরিচ ও শশা কেনার ক্ষেত্রে সীমা বেঁধে দিয়েছেন। একজন ক্রেতা এসব সবজি একবারে তিনটির বেশি কিনতে পারবেন না। সুপারশপ আলডি ও মরিসন্স একই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানায় বিবিসি। আসডাতে এগুলো ছাড়াও লেটুস, সালাদ ব্যাগ, ব্রোকলি, ফুলকপি এবং রাস্পবেরি বক্স গ্রাহক প্রতি তিনটিতে সীমাবদ্ধ করা হয়েছে। মূলত বিরূপ আবহাওয়ায় এবার স্পেন ও মরক্কোতে সবজির উৎপাদন কম হয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাজ্যে। যদিও বিরোধী দল থেকে এজন্য ব্রেক্সিটকে দায়ী করা হচ্ছে। তারা বলছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কারণেই এখন দেশে তাজা সবজি ও ফলের সঙ্কট দেখা দিয়েছে। তবে শিল্প বিশ্লেষকরা বলছেন, মূল কারণ খারাপ আবহাওয়া। বিরূপ আবহাওয়ায় স্পেন ও মরক্বোয় এবার সবজি উৎপাদন কম হয়েছে। শীতে ওই দুই দেশ থেকে মূলত যুক্তরাজ্যে তাজা সবজি ও ফল সরবরাহ করা হয়। স্পেন এবার অস্বাভাবিক ঠান্ডা পড়েছে। মরক্কোতেও জানুয়ারি মাসে তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। ফলে পুরো জানুয়ারি মাস জুড়েই মরক্কো থেকে ফেরি চলাচল বাতিল হয়েছে। যার অর্থ, যুক্তরাজ্যে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটেছে। ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের একাংশের পরিচালক অ্যান্ড্রু ওপি বলেন, ‘‘ইউরোপের দক্ষিণে এবং উত্তর আফ্রিকার বিরূপ আবহাওয়ার কারণে টমেটো এবং গোলমরিচসহ কিছু ফল ও সবজির উৎপাদন ব্যাহত হয়েছে।” আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সঙ্কট কমে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ