Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক স্ত্রীর গতিবিধি জানতে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

বিচ্ছেদ হয়েছে এক মাস আগেই। তবুও প্রাক্তন স্ত্রীর ওপর নজর রাখতে স্ত্রীর গাড়ির ভেতর ‘অ্যাপল’-এর একটি এয়ারট্যাগ লাগিয়ে রেখেছিলেন আমেরিকার বাসিন্দা কার্লস অ্যাটকিন্স। এর মাধ্যমে তিনি স্ত্রীর গাড়ি রয়েছে তা খুব সহজেই জানতে পারতেন। এ ঘটনায় সোমবার তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদ সংস্থা প্রতিবেদনে বলছে, এক মাস আগে কার্লসকে ছেড়ে গিয়েছেন তার প্রাক্তন স্ত্রী। বাড়ি ছাড়ার পর তিনি যেখানেই যেতেন, কার্লস তার পিছু নিতেন বলে দাবি করেছেন তার প্রাক্তন স্ত্রী। পুলিশকে তিনি জানিয়েছেন, তিনি যখন তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন, তখন দেখেন তার গাড়ির ভেতরে গোলাপ ফুল রাখা। এমনকি মিসিসিপির একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে তিনি যখন তার বোনের বাড়িতে যান তখনো তার পিছু নিয়েছিলেন কার্লস। এমনটাই অভিযোগ কার্লসের প্রাক্তন স্ত্রীর। তাকে অনুসরণ করার পর বোনের ছেলেমেয়েদের সাথে দেখা করার অজুহাতে বোনের বাড়িতেও গিয়েছিলেন কার্লস। আর সহ্য করতে না পেরে কার্লসের প্রাক্তন স্ত্রী তার কন্যাকে ফোন করে জানান যে, কার্লস যেন কোনো রকম তার সাথে যোগাযোগ করার চেষ্টা না করেন। তার পরেও কার্লস থামেননি। এক আত্মীয়ের ফোন থেকে তার প্রাক্তন স্ত্রীকে ফোন করে তিনি স্বীকার করেন যে, তিনি গাড়ির ভেতর এয়ারট্যাগ লাগিয়েছেন। কার্লসের প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কার্লসকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ‘অ্যাপল’ সংস্থার মুখপাত্র দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘আমরা জনসাধারণের সুবিধা এবং সুরক্ষার কথা ভেবে সব কিছু তৈরি করি। এয়ারট্যাগ কিছু জিনিস ট্র্যাক করার জন্য বানানো হয়েছে, যাতে তা হারিয়ে গেলে সহজে খুঁজে পাওয়া যায়। কোনো মানুষকে অনুসরণ করার জন্য এর ব্যবহার করা যায় না। কারো অনুমতি ছাড়া এই কাজ করা একদম উচিত হয়নি। বিনা অনুমতিতে কিছু ট্র্যাক করা হলে আমরা নির্দিষ্ট ব্যক্তির কাছে সতর্কবার্তা পাঠিয়ে দিই। তৎসত্ত্বেও এমন এক ঘটনা ঘটে গেল। আমাদের খুব খারাপ লাগছে।’ আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ