Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনচালক ব্রেক কষলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

জীবনের প্রতি চরম হতাশা ও আর্থিক টানাপড়েনে চরম হতাশায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে আত্মহত্যার জন্য শুয়ে পড়লেন রেললাইনে। ট্রেনচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি। ঘটনা ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ভারতের স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকের ঘটনা। শিয়ালদলগ্রামী তিস্তা-তোর্সা এক্সপ্রেস সবে নিউ ময়নাগুড়ি স্টেশন ছেড়েছে। পরবর্তী স্টেশন দোমহনি। আচমকাই ট্রেনের লোকো পাইলট চন্দন সরকারের নজরে পড়ে, রেললাইনে মাথা দিয়ে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। সাথে সাথে বিষয়টি ট্রেনের চালক ও সহকারী চালকের নজরে আনেন তিনি। রীতিমতো ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে ব্রেক কষেন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের চালক। ওই ব্যক্তি যেখানে শুয়ে ছিলেন, তার থেকে দেড়শ মিটার দূরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এরপর কোনোমতে বুঝিয়ে ওই ব্যক্তিকে আরপিএফের হাতে তুলে দেন লোকো পাইলট চন্দন। তদন্তে জানা গেছে, ওই ব্যক্তির নাম রোহিত সরকার। পেশায় বেসরকারি পরিবহনকর্মী। কিন্তু কাজ হারানোর পর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। যার ফলে আত্মহত্যার দিকে ধাবিত হন। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ