Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিংস অ্যারেনায় গিয়ে মুগ্ধ রিভার প্লেট কর্তারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১০ পিএম

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অন্যতম সফল ক্লাব অ্যাথলেটিকো রিভার প্লেট। এই ক্লাবের দুই সদস্যের এক প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। প্রতিনিধি দলের সঙ্গে আছেন ক্লাবের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল বিভাগের সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়ারোর সফরসঙ্গী হয়ে সোমবার ঢাকায় আসে রিভার প্লেটের প্রতিনিধি দল। ঢাকায় এসে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের শীর্ষ চার ক্লাবের সঙ্গে বৈঠক করেন রিভার প্লেটের কর্মকর্তারা। সেখানে বিশ্বজয়ী দেশের ক্লাব কর্মকর্তাদের নিজেদের ডেরা পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের দায়িত্বশীলরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শনে গিয়ে মুগ্ধ হয়েছেন রিভার প্লেট কর্তারা। আর্জেন্টাইন অতিথিরা এদিন স্বশরীরে ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস দুই ক্লাব পরিদর্শন করেন। এদিন সকালে প্রথমে আবাহনী ক্লাব পরিদর্শনে যান রিভার প্লেটের কর্মকর্তারা। তারা আবাহনী ক্লাবের নির্মাণাধীন নতুন কমপ্লেক্সের কাজ ঘুরে ফিরে দেখেন। এরপর তারা যান বসুন্ধরা কিংস অ্যারেনায়। কিংস অ্যারেনাও নির্মাণাধীন থাকলেও এখানকার ফুটবল মাঠ, গ্যালারী ও ড্রেসিংরুম ব্যবহার উপযোগী। ফলে কিংস অ্যারেনায় গিয়ে মুগ্ধতা প্রকাশ করেন রিভার প্লেটের দুই কর্মকর্তা। শুধু তাই নয়, তাদের কাছে বসুন্ধরা কিংস অ্যারেনাকে আর্জেন্টিনার মতোই মনে হয়েছে।

প্রায় ঘণ্টা খানেক সময় কিংস অ্যারেনা ঘুরে দেখেন আর্জেন্টাইন অতিথিরা। মাঠের এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত,গ্যালারি, ড্রেসিংরুম ও মিডিয়া সেন্টারসহ সবই পরখ করেন তারা। কিংস অ্যারেনা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিভার প্লেটের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল বিভাগের সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার বলেন, ‘বেশ সুন্দর লেগেছে কিংস অ্যারেনা। আর্জেন্টিনার মতোই। আমাদের রিভার প্লেটের গ্যালারি অবশ্য অনেক বড়। ৮৪ হাজার দর্শকধারণ ক্ষমতা আছে আমাদের গ্যালারির। সেখানে সুইমিংপুল, বাস্কেটবলসহ অনেক স্থাপনা রয়েছে। কিংস অ্যারেনার নির্মাণ কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে। কিংসকে আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাবগুলোর মতোই লাগছে।’ তিনি যোগ করেন, ‘আমি অনেক দেশেই গিয়েছি, কিন্তু অনেক ক্লাবেই কিংস অ্যারেনার মতো সুযোগ সুবিধা দেখিনি।’

অ্যাথলেটিকো রিভার প্লেট মূলত একাডেমী পর্যায়ে কাজ করতে চায় বাংলাদেশের ক্লাবের সঙ্গে। আগের দিন চার ক্লাব আলোচনা করলেও অবকাঠামো ও ব্যবস্থাপনায় আবাহনী ও বসুন্ধরা কিংসই যে এগিয়ে, তা মঙ্গলবার উপলব্ধি করেছেন রিভার প্লেটের কর্মকর্তারা। কবে নাগাদ বাংলাদেশের ক্লাবের সঙ্গে তাদের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে-এই প্রশ্নের কৌশলী উত্তর দেন এসকোবার,‘আমরা ফিরে যাওয়ার পর আমাদের ক্লাবের সঙ্গে আলোচনা করবো। বাংলাদেশের ক্লাবগুলোর সঙ্গেও আলোচনা চলবে। আশা করা যায় চলতি বছরের মধ্যে একটা কিছু হবে।’ বসুন্ধরা কিংসের কর্মকর্তা শিহাব অতিথি দলকে পুরো অ্যারেনা ঘুরে দেখিয়েছেন। আর্জেন্টিনার ক্লাবের চাওয়া ও কিংসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘তারা মূলত একাডেমি স্থাপনা ও ব্যবস্থাপনা নিয়েই ভাবছে। আর্জেন্টিনায় ফিরে গিয়ে তারা প্রস্তাবনা দেবে। আমাদের পক্ষ থেকেও যোগাযোগ চলবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ