Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প.বঙ্গে অ্যাডিনোয় আরো মৃত্যু ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

পশ্চিমবঙ্গে ক্রমেই ভয়ঙ্কর রুপ নিচ্ছে অ্যাডিনো ভাইরাস। এবার গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এই ভাইরাসও করোনার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সোমবার সকালে বিসিরায় শিশু হাসপাতালে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি ছিল ওই শিশু। রোববার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি আরেক শিশু। শিশুটির মা-বাবা জানায়, তাদের বাড়ি নদীয়ায়। অন্যদিকে, শনিবার বিসিরায় শিশু হাসপাতালে হাওড়া জেলার উদয়নারায়নপুরের বাসিন্দা স্বপন রায় ও লক্ষ্মী রায়ের ৯ মাসের কন্যাসন্তান মারা যায়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে অ্যাডিনোভাইরাস উল্লেখ করা হয়। ডাক্তার বাসুদেব মণ্ডল জানান, শিশুদের ইনসেনটিভ কেয়ার ইউনিট খুব সহজলভ্য নয়। সরকারি হাসপাতালে কতগুলো বেড ফাঁকা আছে, তা পরিস্কার করে জানা যাচ্ছে না। তাই বাচ্চাদের নিয়ে সতর্ক থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন। জ্বর- সর্দি-কাশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এদিকে, জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে স্কুলে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সব স্কুলে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় সতর্ক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরও। শনিবার দফায় দফায় বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা অনুযায়ী, শিশুদের জ্বর হলে সতর্ক থাকতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রা সবসময় খেয়াল রাখতে হবে। অস্বাভাবিক কিছু দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ