Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়েবাড়িতে নাচতে নাচতে হার্ট অ্যাটাকে মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যুবকের। মুহূর্তে ঝলমলে বিয়েবাড়ি পরিণত হয় বিষাদে সাগরে। ভারতের তেলেঙ্গানা রাজ্যে ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোমোধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি হায়দরাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে নির্মল জেলার পারদি গ্রামের। মারা যাওয়া কিশোরের নাম মুত্যম। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। আত্মীয়ের বিয়ে উপলক্ষে তেলেঙ্গানায় গিয়েছিল তিনি। ওইদিন বিয়েবাড়িতে অন্যদের সাথে উদ্দাম নাচে মেতে ওঠেন মুত্যম। নাচতে নাচতেই মৃত্যু হয় তার। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গানের তালে নাচে মাতোয়ারা এক যুবক। কিন্তু নাচতে নাচতে তিনি হঠাৎ থমকে দাঁড়ান এবং একটু পরেই মাটিতে হুমড়ি খেয়ে পড়েন। প্রথমে হয়তো কেউ বুঝে উঠতে পারেননি কী হয়েছে। কয়েক সেকেন্ড পরেই লোকজন ছুটে এসে মুত্যমকে তোলার চেষ্টা করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে দ্রুত নিকটবর্তী ভাইসা আরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে লাভ হয়নি। চিকিৎসকরা জানান, এরই মধ্যে তার মৃত্যু হয়েছে। দ্য ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ