Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকের শিশ্নচ্ছেদ করলেন প্রেমিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

সহবাস করতে না দিলে অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেই সঙ্গীর বিশেষ অঙ্গ কেটে ফেললেন প্রেমিকা! আহত প্রেমিকের চিৎকার শুনে হোটেলকর্মীরা ছুটে এসে তাকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। শনিবার ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিবোলগায় একটি হোটেলে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুগল সুমাত্রায় ঘুরতে গিয়ে হোটেলটিতে ছিলেন। সেখানে ওই যুবক তার প্রেমিকার সাথে একান্তে সময় কাটাতে চান। কিন্তু তার প্রেমিকা রাজি না হওয়ায় ওই যুবক তাদের পুরনো অন্তরঙ্গ ভিডিও অনলাইনে পোস্ট করার হুমকি দেন। এর পরই রেগে গিয়ে তরুণী তার প্রেমিকের শিশ্নচ্ছেদ করে দেন বলে অভিযোগ। ২৮ বছর বয়সি অভিযুক্ত প্রেমিকাকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। সিবোলগা পুলিশপ্রধান তারিনো রাজারজা বলেন, ‘অভিযুক্তের বয়ানের ভিত্তিতে জানা গেছে— তারা প্রায় সাত মাস ধরে সম্পর্কে ছিলেন। হোটেলে আসার পর তরুণ তার প্রেমিকার সাথে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। তরুণী অস্বীকার করার পর পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর পরই তিনি ক্ষিপ্ত হয়ে প্রেমিকের ওপর হামলা চালিয়ে তার গোপনাঙ্গ কেটে নেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ