রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে : নীলফামারীর সৈয়দপুর শহরের প্রধান সড়কের গতিহীন কাজে দোকানদার ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলোমেলোভাবে নির্মাণ সামগ্রী ফেলায় উঁচু-নিচু এ সড়ক দিয়ে হেঁটে চলাচলের সময়ও ঘটছে দুর্ঘটনা। অন্য সড়কে গাড়ির চাপ বাড়ায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজটের। ফলে অনেক চেষ্টা করেও জরুরি কাজে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স গাড়িও যেতে পারছে না। পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকার প্রধান ৪টি সড়কের মধ্যে ইতোমধ্যে ৩টির কাজ শেষ হয়েছে। এরমধ্যে শহীদ ডা. জিকরুল হক সড়কের কাজ ধীরগতিতে চলায় ৫ মাসেও এই সড়কের কাজ শেষ হচ্ছে না। এতে করে সড়কের দু’পাশের শত শত দোকানদার ও পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রধান সড়কটি বন্ধ থাকায় সকাল থেকে রাত অবধি শহরে যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক পুলিশও যানজট নিরসনে কোন কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। বর্ষা বা সামান্য বৃষ্টিতে এই প্রধান সড়কটিতে হাঁটু পানি জমে যায়। ফলে পৌরবাসীর দুর্ভোগের শেষ থাকে না। এ অবস্থায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সড়কটির কাজ শুরু হলেও সহসা শেষ হচ্ছে না। ব্যস্ততম এই সড়কে ইট, খোয়া, বালু ফেলায় এবং ক্রেনের সাহায্যে মাটি টানার কারণে চলাচল দুরুহ হয়ে পড়েছে। সড়ক উন্নয়ন কাজে ধীরগতিতে সবাই ভোগান্তিতে পড়েছে। সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার জানান, উন্নয়নের স্বার্থে জনগণের ভোগান্তি হচ্ছে তাই ঠিকাদারি প্রতিষ্ঠান কে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে। তিনি উল্লেখ করে বলেন, সড়ক ও ড্রেনের কাজ একসাথে করা হচ্ছে বলে একটু সময় লাগছে। এই কাজের জন্য এলাকাবাসীকে সাময়িকভাবে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।