মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষামন্ত্রী বাহরাম আইনুল্লাহি বলেছেন, ২০টি দেশ ইরানে তৈরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানির আগ্রহ প্রকাশ করেছে।
আইনুল্লাহি সোমবার তেহরানে জ্ঞানভিত্তিক খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রথম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান।
ইরানের তৈরি ওষুধ রপ্তানির দাবি জানানো ওই ২০ দেশ ছাড়াও সিরিয়া এবং ইরাকের মতো কিছু দেশ ইরানের ফার্মাকোপিয়া আমদানি করছে।
মন্ত্রী আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অথচ একসময় ইরান সম্পূর্ণভাবে পশ্চিমাদের উপর নির্ভরশীল ছিল এবং ইরানী রোগীদের ভাল চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ করতে হত।
তিনি বলেন, ইরানি মেডিকেল শিক্ষার্থীর মোট সংখ্যা ছিল ১ লাখ ৮০ হাজার। কিন্তু ইরান আজকাল চিকিৎসা বিজ্ঞানের কেন্দ্রে পরিণত হয়েছে। ইরানে ৬৭টি চিকিৎসা বিজ্ঞান অনুষদ, ৮৫০টি গবেষণা কেন্দ্র এবং ২৫টি ফার্মাসিউটিক্যাল অনুষদ রয়েছে বলে জানান মন্ত্রী।
সূত্র: মেহর নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।