Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পাখির সাথে বন্ধুত্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

টিয়া, তোতা পাখির পোষ মানানোর দৃশ্য আমরা হরহামেশা দেখতে পাই। কিন্তু কেউ যদি বলে যে, সারস পাখির সাথে মানুষের বন্ধুত্ব গড়ে উঠেছে, তবে বিস্ময়কর লাগবে বৈকি। এমনই একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসার অবনেশ শরণ। টুইটারে তার শেয়ার করা ভিডিওটি এখন ভাইরাল হচ্ছে। ইতোমধ্যেই তা দেখে ফেলেছেন সোয়া ৪ লাখের বেশি মানুষ।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, আর পাশাপাশি উড়ে যাচ্ছে একটি সারস। অবনীশ লিখেছেন, আরিফ নামের ওই ব্যক্তি গত বছর পাখিটির জীবন বাঁচিয়েছিলেন, তখন থেকেই দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। তার পর থেকে সারসটি আর কখনই আরিফকে ছেড়ে যায়নি। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ