Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে একাডেমি গড়তে চায় রিভার প্লেট

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শুধু আর্জেন্টিনাতেই নয়, গোটা ল্যাটিন আমেরিকার অন্যতম সফল ক্লাব অ্যাথলেটিকো রিভার প্লেট। এই ক্লাবেরই জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল বিভাগের সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। গতকাল ক্লাবের দু’জন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা আসেন তিনি। ঢাকায় এসে এদিন রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের শীর্ষ চার ক্লাবের সঙ্গে বৈঠক করেন সেবাস্তিয়ান পেরেজ এসকোবার। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, স্থানীয় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে তারা বাংলাদেশে একটি একাডেমি গড়ে তুলতে চায়। সেবাস্তিয়ান বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে, এজন্যই মূলত এখানে আসা। ল্যাটিন আমেরিকার বাইরে শুধুমাত্র স্পেনে আমাদের একাডেমি রয়েছে। দক্ষিণ এশিয়ায় নেই। বাংলাদেশের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে আমরা এখানে একটি একাডেমি গড়তে চাই।’
কাল সকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কর্তারা রিভার প্লেটের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা রিভার প্লেট কর্মকর্তাদের আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় আমন্ত্রণ জানান। বসুন্ধরা কিংসের সভাপতি না থাকলেও বৈঠকে অংশ নেন ঢাকা আবাহনী লিমিটের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ, এমপি। আধ ঘণ্টারও বেশি সময়ের আলোচনায় কাজী নাবিল এবং আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরেন আর্জেন্টিনার ক্লাবের কর্মকর্তাদের সামনে।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রথমত আমাদের পক্ষ থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে আমাদের ক্লাবের ইতিহাস ও বর্তমান অবস্থা তুলে ধরেছি।’ তিনি যোগ করেন,‘আমরা এক বছরের মধ্যে আবাহনী ক্লাবস্থ শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো বলে আশা করি। কমপ্লেক্স হলে এখানে ফুটবল ও ক্রিকেটের একাডেমি হবে। সেই একাডেমি পর্যায়ে রিভার প্লেটের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ