Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদানি গোষ্ঠীকে ঋণ দেয়ার মাসুল? আমিরাতে শাখা বন্ধ করছে ব্যাংক অফ বরোদা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫০ পিএম

সংযুক্ত আরব আমিরাতে শাখা বন্ধ করতে চলেছে ভারতের ব্যাংক অফ বরোদা। মার্চ মাস থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ২২ মার্চ থেকে পাকাপাকিভাবে আল আইন শাখার যাবতীয় পরিষেবা বন্ধ করে দেয়া হবে। তবে আগের মতোই সচল থাকবে ব্যাংক অফ বরোদার আবু ধাবি শাখা। প্রসঙ্গত, আদানি গোষ্ঠীকে বিপুল পরিমাণে ঋণ দিয়েছে ব্যাংক অফ বরোদা।

বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বরোদা ব্যাংকের একটি ছবি ছড়িয়ে পড়ে। নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে গ্রাহকদের লম্বা লাইন পড়ছে বলেই দাবি করা হয় ছবিটিতে। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়, তবে কি আরব দুনিয়া থেকে পাততাড়ি গোটাতে চলেছে ভারতের সরকারি ব্যাংক? অবশেষে রোববার এই প্রশ্নের উত্তর মিলেছে।

বরোদা ব্যাংকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আল আইন শাখাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই শাখায় যাদের অ্যাকাউণ্ট রয়েছে, তারা আবু ধাবির শাখায় স্থানান্তরিত করা হবে। কেউ চাইলে নিজেদের অ্যাকাউণ্ট বন্ধও করে দিতে পারেন। তার জন্য কোনওরকম বাড়তি অর্থ ব্যয় করতে হবে না। গত বছরই এই শাখা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

চলতি মাসেই বরোদা ব্যাংকের সিইও সঞ্জীব চাড্ডা জানিয়েছিলেন, আদানি গোষ্ঠীকে ঋণ দেয়া বন্ধ করবে না তাদের ব্যাংক। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে হু হু করে আদানি গোষ্ঠীর সম্পত্তির পরিমাণ কমছে। প্রশ্ন উঠছে, ব্যাংকে গচ্ছিত টাকা ফেরত পাবেন তো সাধারণ মানুষ? এমন পরিস্থিতিতে বরোদা ব্যাংকের তরফে জানানো হয়, যতদিন পর্যন্ত শর্ত অনুযায়ী ঋণ মেটাতে পারছে, ততদিন আদানিকে ঋণ দেয়া হবে। সকলকে আশ্বস্ত করে জানানো হয়, কোনওরকম ভুয়া খবরে যেন বিভ্রান্ত না হন সাধারণ মানুষ। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ