Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো ২শ’ জন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক টুইটার কিনে নেয়ার পর থেকে গণহারে কর্মী ছাঁটাই করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। গত বছরের অক্টোবরের শেষে মালিকানা হাতে নেয়ার পর ৭ দফায় ছাঁটাই দেখেছে টুইটার। আর এবার অষ্টম দফায় প্রায় ২০০ কর্মচারীকে ছাঁটাই করেছে ইলোন মাস্কের টুইটার। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষের দিকে মাস্ক টুইটারের মালিকানা হাতে নেয়ার পর সর্বশেষ অষ্টম দফায় কয়েক ডজন কর্মচারীকে ছাঁটাই কারার খবরটি সামনে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান প্রযুক্তি শিল্প-কেন্দ্রিক ব্যবসা প্রকাশনা দ্য ইনফরমেশন। এতে বলা হয়েছে, টুইটার থেকে শনিবার এ ছাঁটাইয়ের ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ